ঝিকরগাছায় প্রতিবন্ধী তৌফিক সূর্যের চিকিৎসা সহায়তার চেক দিলেন ইউএনও
- আপডেট: ১১:৪৬:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
- / ৬৮

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : শারীরিক প্রতিবন্ধী তৌফিক সূর্যের পিতার হাতে চিকিৎসা সহায়তার চেক তুলে দিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার।
চেক হাতে পেয়ে তৌফিক সূর্যের পিতা ঝিকরগাছা
প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক তারিক মোহাম্মদ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
রবিবার (২৮জুলাই) সন্ধ্যায় সাংবাদিকের নিজস্ব বাসভবনে এসে পরিবারের কাছে চেক তুলে দেন। তৌফিক সূর্য ২০১৩ সােেলর জুলাই মাসের ১৯ তারিখে জন্ম গ্রহণ করে। জন্মের পর থেকে সে, অসুস্থ ও অস্বাভাবিক আচরণ করে আসছে। তার বয়স ১২বছর পেরিয়ে গেলেও টানা চিকিৎসায় তার শারীরিক বিকাশ, বুদ্ধি, শ্রবণ ও দৃষ্টিশক্তি অস্বাভাবিক বা অপরিবর্তিত রয়ে গেছে। তার চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় পিতা-মাতার পক্ষে উপযুক্ত চিকিৎসা গ্রহণ সম্ভব হচ্ছে না।
চেক প্রদানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গির আলম, উপজেলা পরিষদের সিএ মো. ইমদাদুল হক ইমদাদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, দফতর সম্পাদক কে এম ঈদ্রিস আলী, ফ্রেন্ডস টুয়েন্টি যুব সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, উপজেলা বিএনপির কার্যকরি সদস্য মো. শাহিনুর রহমান শাহিন প্রমুখ।