বেনাপোল-চৌগাছা সীমান্তে বিজিবি’র অভিযানে প্রায় ১৩ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ
- আপডেট: ১১:১৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
- / ৮০

নিজস্ব প্রতিবেদক: সীমান্ত এলাকায় চোরাচালান ও পাচার রোধে বিজিবি’র সফল অভিযান। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল ২৮ জুলাই-২০২৫ (সোমবার) শাহজাদপুর, রঘুনাথপুর বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য আটক করেছে।
বিজিবির অভিযানে ভারতীয় শাড়ী, কম্বল, ব্যালেন্ডার, জিন্স প্যান্টের থান কাপড়, মরিচের বীজ, ঘাসের বীজ, কীটনাশক, খাদ্য সামগ্রী এবং কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। আটককৃত পণ্যগুলোর বাজারমূল্য প্রায় ১২,৯৪,৭০০ টাকা (বারো লক্ষ চুরানব্বই হাজার সাতশত)।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য, চোরাচালান এবং পাচার চক্রের বিরুদ্ধে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম চলমান রয়েছে। বিশেষ পরিকল্পনা অনুযায়ী সীমান্ত এলাকায় বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে পাচারকারীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিচ্ছে।
তিনি আরও বলেন, “এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্তে চোরাচালান এবং পাচারের বিরুদ্ধে বিজিবির কার্যক্রম শক্তিশালী করা হচ্ছে।”