ডিমলায় ২০২২-২৩ইং সালের এসএসসি, এইচএসসি ও সমমান পরিক্ষায় উত্তীর্ন মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ
- আপডেট: ১১:৫০:২২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
- / ১৫৭

নিজস্ব প্রতিবেদকঃ নীলফামারীর ডিমলায় “পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউস স্কিম”-এর আওতায় ডিমলায় ২০২২-২৩ইং সালে এসএসসি এইচএসসি ও সমমান পরিক্ষায় উত্তীর্ন মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ জুলাই) দুপুরে উপজেলায় ডিমলা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।ডিমলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি স্বরূপ পুরস্কার প্রদান করা হয়। পুস্কার হিসাবে নগদ অর্থের চেক, ক্রেস্ট এবং সর্টিফিকেট।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের নির্বাহি কর্মকর্তা ইমরানুজ্জামানের পরিবর্তে উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাচান আল বান্নার সভাপতিত্বে, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ আমির আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও ডিমলা উপজেলা বিএনপির সভাপতি মোঃ মনোয়ার হোসেন, ডিমলা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী হেমন্ত কুমার রায় এবং ডিমলা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হানিফ সরকার প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা জুলাই বিপ্লবের শহীদের ও মাইলষ্টোনে নিহত সকল শহীদের আত্মার মগফিরাত কামনা করে, সরকারের শিক্ষা উন্নয়নমূলক প্রকল্পের প্রশংসা করে বলেন, এ ধরনের গ্রান্টস প্রোগ্রাম শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও মেধার প্রতিযোগিতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
এছাড়াও শিক্ষকদের পেশাগত উন্নয়ন এবং প্রতিষ্ঠান পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার দিকেও গুরুত্বারোপ করা হয়। এ ধরনের প্রোগ্রামে আগামীতে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহন নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন।
পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, এই স্বীকৃতি আমাদের উচ্চশিক্ষা অর্জনে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে শিক্ষকদের সরব উপস্থিতি ও আন্তরিক অংশগ্রহণে।











