আমড়াখালী চেকপোস্টে বিজিবি’র হাতে বিদেশী মদ জব্দ
- আপডেট: ০৭:৩৭:১২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
- / ৬২

নিজস্ব প্রতিবেদক: যশোর শার্শার আমড়াখালী চেকপোস্টে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিদেশী মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৭ জুলাই-২০২৫) ৪৯ বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে এসব মদ জব্দ করে। জব্দকৃত মদের বাজারমূল্য আনুমানিক ৬ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র পক্ষ থেকে বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, “বিজিবি নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
জব্দকৃত বিদেশী মদ ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে বলে জানানো হয়।