০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

মাগুরায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা : আটক ১

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • / ৫৬

মাগুরা প্রতিনিধি : মাগুরা শহরের পশু হাসপাতাল পাড়ার ছায়াবীথি সড়কে শনিবার রাত এগারোটার দিকে ভজন কুমার গুহ (৫৫) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ভজন ওই এলাকার সন্তোষ কুমার গুহের ছেলে ও স্থানীয় বাজারে কলার ব্যবসা করতেন। এ ঘটনায় রক্তমাখা ছুরিসহ ওই এলাকার মোঃ আবীর হোসেন নামে এক জনকে আটক করা হলে পুলিশ ভ্যান থেকে প্রকাশ্যে সাংবাদিক ও অন্যদের দেখে নেয়ার হুমকি দেন ওই যুবক।

এ সময় তিনি সাম্প্রদায়িক উস্কানি মূলক বক্তব্য দিলে এলাকাবাসী তাকে পুলিশ ভ্যান থেকে নামিয়ে নেয়ার জন্য স্লোগান দেয়। অবস্থা বেগতির দেখে পুলিশ দ্রুত তাকে মাগুরা সদর থানায় নিয়ে যায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নানারকম প্রতিক্রিয়া দেখা দেয়।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম জানান, রাত এগারোটার দিকে ব্যবসার কাজ শেষ করে বাড়ি যাওয়ার পথে গলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গলা দু’ভাগ হয়ে যায় ভজনের। ঘটনাস্থলেই তিনি মারা যান। তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে সেখান থেকে লাশ উদ্ধার করে। এ সময় তল্লাশি করে পার্শ্ববর্তী একটি বাড়ি থেকে রক্তমাখা ছুরিসহ মোঃ আবির (৩০) নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। আবিরের হাতেও রক্তের দাগ দেখা গেছে বলে স্থানীয়রা জানান।

আবির ওই এলাকার মৃত হান্নান বিশ্বাসের ছেলে। পুলিশ ভ্যানে আবির কে উত্তেজিত অবস্থায় সাংবাদিক ও স্থানীয়দের উদ্দেশ্যে ধর্মীয় বিভেদ সৃষ্টিকারী ও অকথ্য গালাগালি দিতে দেখা গেছে। তবে কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সে সম্পর্কে আটককৃতকে জিজ্ঞাসাবাদের পরে বিস্তারিত জানানো হবে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী জানান, এ ঘটনায় আবির হোসেনকে আসামি করে রবিবার দুপুরে মাগুরা সদর থানায় হত্যা মামলা করেছেন নিহতের ছেলে বিপ্লব গুহ। রোমহর্ষক হত্যার ঘটনায় শহরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

Please Share This Post in Your Social Media

মাগুরায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা : আটক ১

আপডেট: ০৪:০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

মাগুরা প্রতিনিধি : মাগুরা শহরের পশু হাসপাতাল পাড়ার ছায়াবীথি সড়কে শনিবার রাত এগারোটার দিকে ভজন কুমার গুহ (৫৫) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ভজন ওই এলাকার সন্তোষ কুমার গুহের ছেলে ও স্থানীয় বাজারে কলার ব্যবসা করতেন। এ ঘটনায় রক্তমাখা ছুরিসহ ওই এলাকার মোঃ আবীর হোসেন নামে এক জনকে আটক করা হলে পুলিশ ভ্যান থেকে প্রকাশ্যে সাংবাদিক ও অন্যদের দেখে নেয়ার হুমকি দেন ওই যুবক।

এ সময় তিনি সাম্প্রদায়িক উস্কানি মূলক বক্তব্য দিলে এলাকাবাসী তাকে পুলিশ ভ্যান থেকে নামিয়ে নেয়ার জন্য স্লোগান দেয়। অবস্থা বেগতির দেখে পুলিশ দ্রুত তাকে মাগুরা সদর থানায় নিয়ে যায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নানারকম প্রতিক্রিয়া দেখা দেয়।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম জানান, রাত এগারোটার দিকে ব্যবসার কাজ শেষ করে বাড়ি যাওয়ার পথে গলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গলা দু’ভাগ হয়ে যায় ভজনের। ঘটনাস্থলেই তিনি মারা যান। তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে সেখান থেকে লাশ উদ্ধার করে। এ সময় তল্লাশি করে পার্শ্ববর্তী একটি বাড়ি থেকে রক্তমাখা ছুরিসহ মোঃ আবির (৩০) নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। আবিরের হাতেও রক্তের দাগ দেখা গেছে বলে স্থানীয়রা জানান।

আবির ওই এলাকার মৃত হান্নান বিশ্বাসের ছেলে। পুলিশ ভ্যানে আবির কে উত্তেজিত অবস্থায় সাংবাদিক ও স্থানীয়দের উদ্দেশ্যে ধর্মীয় বিভেদ সৃষ্টিকারী ও অকথ্য গালাগালি দিতে দেখা গেছে। তবে কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সে সম্পর্কে আটককৃতকে জিজ্ঞাসাবাদের পরে বিস্তারিত জানানো হবে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী জানান, এ ঘটনায় আবির হোসেনকে আসামি করে রবিবার দুপুরে মাগুরা সদর থানায় হত্যা মামলা করেছেন নিহতের ছেলে বিপ্লব গুহ। রোমহর্ষক হত্যার ঘটনায় শহরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।