বেনাপোলে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেটসহ ৩০ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য জব্দ
- আপডেট: ০৭:৫৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
- / ৫৯

নিজস্ব প্রতিবেদক: যশোর বেনাপোল ও চৌগাছা সীমান্তে বিজিবির টহলদল পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী সামগ্রী আটক করেছে।
শুক্রবার (২৫ জুলাই-২০২৫) বিজিবি’র ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা চৌগাছার মাসিলা ও বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপির সীমান্ত এলাকা থেকে বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, যৌন উত্তেজক ট্যাবলেট (সুপার ভিডালিস্তা), শাড়ী এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে। আটককৃত মালামালের মূল্য প্রায় ৩০,৩২,০০০ টাকা (ত্রিশ লক্ষ বত্রিশ হাজার টাকা) বলে জানা গেছে।
এ প্রসঙ্গে, যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযানে বিজিবি অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরেই বিজিবি গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম পরিচালনা করছে। এ ধরনের বিশেষ অভিযানের মাধ্যমে মাদক ও চোরাচালানী মালামাল আটক করা সম্ভব হচ্ছে।
অধিনায়ক আরও বলেন, “বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে, এবং সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান চক্রগুলোকে কঠোরভাবে প্রতিহত করা হবে।”
তিনি জানান, জব্দকৃত মালামাল বর্তমানে ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে, এবং তা পরবর্তীতে নিয়ম অনুযায়ী ধ্বংস করা হবে।