ডিমলায় তিস্তা নদী হতে অবৈধ পাথর উত্তোলন ও পরিবহনের দায়ে দুজনের কারাদন্ড
- আপডেট: ০৩:১৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
- / ১১৫

নিজস্ব প্রতিবেদকঃ ডিমলায় তিস্তা নদী হতে অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহনের দায়ে দুজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
ডিমলায় তিস্তা নদীতে চলছে পাথর উত্তোলনের মহোৎসব শিরোনামে দৈনিক সংবাদে গত ২৭মে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেন প্রশাসন। বৃহস্পতিবার ডিমলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ ফারজানা আক্তার বিকেল সাড়ে ৫ টায় অভিযান চালিয়ে টেপা খড়িবাড়ি ইউনিয়নের তেলীর বাজার নামক স্থান থেকে একটি পাথর বোঝাই ট্রলি জব্দসহ ২ জনকে আটক করেন। আটকৃতরা হলেন, টেপাখড়িবাড়ী ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়ি গ্রামের মৃত আরফান আলীর ছেলে মোঃ ফারুক হোসেন (২৮) ও একই গ্রামের মৃত মোস্তাক হোসেনের ছেলে মো: নাসির উদ্দিন (৩২)। আটককৃত দ্বয়কে সহকারি কমিশনার (ভূমি) মোছা: ফারজানা আক্তার মোবাইল কোর্টের মাধ্যমে ৫দিন করে কাড়াদণ্ড প্রদান করেন। আটককৃতরা দীর্ঘদিন যাবত সরকারী আদেশ-নিষেধ উপেক্ষা করে তিস্তা নদী হতে অবৈধভাবে পাথর উত্তোলন করে ব্যাবসা করে আসছে মর্মে এলাকার সচেতন মহল জানান।
ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলে এলাহী ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, সাজা প্রাপ্ত দ্বয়কে রাতেই নীলফামারী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।











