বিএমজিটিএ জেলা কমিটি ঘোষণা, শিক্ষক সভায় জাতীয়করণ দাবি
- আপডেট: ০৯:২৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
- / ২৫৩

সাব্বির হোসেন, যশোরঃ বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ) যশোর জেলা শাখার আয়োজনে জেলা কমিটি গঠন এবং মাদ্রাসাসহ সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) বিকাল সাড়ে ৩টায় যশোর সদর উপজেলার জিরাট ফাজিল ডিগ্রি মাদ্রাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমজিটিএ’র মহাসচিব জনাব শান্ত ইসলাম। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক সমিতির সভাপতি জনাব আবু সাঈদ মুহাম্মদ আতিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমজিটিএ’র সিনিয়র সংগঠনিক সম্পাদক জনাব কামরুজ্জামান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক চৌধুরী মাস্টার আশরাফুজ্জামান বাবু এবং সহ-সাংগঠনিক সম্পাদক জনাব জাকারিয়া বুলবুল।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা কমিটির আহ্বায়ক ও বিএমজিটিএ’র সহ-সভাপতি মোঃ আনোয়ারুল করিম মিন্টু এবং অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব ও সাহিত্য সম্পাদক মোঃ মনিরুজ্জামান।
আলোচনার শেষ পর্যায়ে বিএমজিটিএ যশোর জেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন মোঃ আনোয়ারুল করিম মিন্টু, সাধারণ সম্পাদক চৌধুরী মাস্টার আশরাফুজ্জামান বাবু এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান আবুল কালাম আজাদ। এই কমিটির মেয়াদ হবে ৩ বছর। সভায় জানানো হয়, দ্রুত পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হবে।
বক্তারা বলেন, “দেশের সকল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণের আওতায় আনতে হবে, যাতে শিক্ষক সমাজের আর্থ-সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয়।” তাঁরা এই দাবির বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতির ঘোষণা দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি শাহাবুদ্দিন মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন শোভন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন হোসেন, দপ্তর সম্পাদক আজাদ হোসেন, সহ-প্রচার সম্পাদক মাসুদ হোসেন এবং কার্যকরী সদস্য তৌহিদুজ্জামানসহ শিক্ষক ও সাংবাদিক সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।












