রাজগঞ্জ ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
- আপডেট: ০৭:০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
- / ১৭০

আনিছুর রহমান: রাজগঞ্জ ডিগ্রী কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৯ জুন বৃহস্পতিবার সকালে কলেজের হল রুমে পরীক্ষার্থী ছাত্র/ছাত্রী, শিক্ষক, কর্মচারী, কমিটির সদস্য বৃন্দ ও সুধীজনদের উপস্থিতিতে ও প্রভাষক রফিকুল ইসলাম এর সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী ছাত্র/ছাত্রীদের পক্ষ হতে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে উপস্থিত সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, মণিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উক্ত কলেজের সভাপতি মোহম্মাদ মুছা। আরো বক্তব্য প্রদান করেন, অবসর প্রাপ্ত প্রভাষক কফিল উদ্দীন, উপজজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তালেব গাজী, বিএনপির প্রবীন নেতা আলী কদর, সমাজ সেবক আব্দুল মাজিদ, প্রভাষক আবুল বাশার, সমাজ সেবক আব্দুস সাত্তার।
একই সাথে কলেজের নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান করা হয়েছে। নব গঠিত কমিটির সভাপতি মোহম্মাদ মুছাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান। এর পর শিক্ষক ও শিক্ষার্থীরা একে একে কমিটির বিদ্যুৎসাহী সদস্য প্রভাষক আবুল বাশার, আব্দুল মাজিদ, হুমায়ুন কবির, অভিভাবক সদস্য মশিয়ার রহমান, ইকবাল হোসেন, সালমা খাতুন, দাতা সদস্য যুবদল নেতা মুজিবুর রহমান, শিক্ষক প্রতিনিধি সদস্য আমিনুর রহমান, রেজাউল করিম, শামিমা পারভীন ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান জানান, এবারে জেনারেল শাখা থেকে ৩৩৩ জন ও বিএম শাখা থেকে ১১৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করতে যাচ্ছে। আমি আশাবাদী অন্যবারের থেকে এবার ফলাফল খুব ভালো হবে।












