০৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

গণফোরামের সভাপতি মোস্তফা মহসীন মন্টু মারা গেছেন

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / ২৭

নিজস্ব প্রতিবেদকঃ গণফোরামের সভাপতি ও প্রখ্যাত রাজনীতিক মোস্তফা মহসীন মন্টু (৭৯) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।

রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে মোস্তফা মহসীন মন্টু ছিলেন একজন আপোষহীন গণতন্ত্রকামী নেতা। ১৯৭০-এর দশক থেকে সক্রিয় রাজনীতিতে যুক্ত থাকা মন্টু ছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। পরে তিনি গণফোরামে যোগ দিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

গত কয়েক বছরে বিভিন্ন সময়ে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি। বিশেষ করে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রাজনৈতিক অঙ্গনে আলোচিত।

তার মৃত্যুতে দেশের রাজনীতিতে এক অভিজ্ঞ ও দূরদর্শী নেতার শূন্যতা তৈরি হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

মোস্তফা মহসীন মন্টুর জানাজা ও দাফন সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে গণফোরাম সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

গণফোরামের সভাপতি মোস্তফা মহসীন মন্টু মারা গেছেন

আপডেট: ০৮:২০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ গণফোরামের সভাপতি ও প্রখ্যাত রাজনীতিক মোস্তফা মহসীন মন্টু (৭৯) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।

রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে মোস্তফা মহসীন মন্টু ছিলেন একজন আপোষহীন গণতন্ত্রকামী নেতা। ১৯৭০-এর দশক থেকে সক্রিয় রাজনীতিতে যুক্ত থাকা মন্টু ছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। পরে তিনি গণফোরামে যোগ দিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

গত কয়েক বছরে বিভিন্ন সময়ে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি। বিশেষ করে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রাজনৈতিক অঙ্গনে আলোচিত।

তার মৃত্যুতে দেশের রাজনীতিতে এক অভিজ্ঞ ও দূরদর্শী নেতার শূন্যতা তৈরি হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

মোস্তফা মহসীন মন্টুর জানাজা ও দাফন সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে গণফোরাম সূত্রে জানা গেছে।