কালিয়ায় বি এন পির কর্মী সভা অনুষ্ঠিত
- আপডেট: ০৮:২৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
- / ৩৩

নড়াইল প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ১৪ ই জুন শনিবার কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের জামরিলডাঙ্গা, মহিষখোলা পাটেশ্বরী আলতাফ মোল্লা মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে আজ দুপুরে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
পেড়লী ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস হোসেনের সভাপতিত্বে ও পেড়লী ইউনিয়ন বি এন পির সাধারণ সম্পাদক এখতিয়ার হোসেনের সঞ্চালনায় এই কর্মী সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম,সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহি কমিটি, বিএনপি ও সভাপতি নড়াইল জেলা বিএনপি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স,ম ওয়াহিদুজ্জামান মিলু, সাধারণ সম্পাদক কালিয়া উপজেলা বিএনপি,
গোলাম রব্বানি, কালিয়া উপজেলা বিএনপি, এম, নেছার উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক কালিয়া উপজেলা বি এন পি। মোঃ ছেকমত মোল্যা, সভাপতি পেড়লী ইউনিয়ন কৃষক দল ও কালিয়া থানা বি এন পির সদস্য।
এছাড়াও কালিয়া উপজেলা বি এন পি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।