ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের শোক
- আপডেট: ১০:১৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
- / ৩৬

নিজস্ব প্রতিবেদক : ভারতের গুজরাটের আহমেদাবাদে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ শোক জানান।
পোস্টে তিনি লেখেন, ‘অনেক দেশের ২৪২ জন লোক নিয়ে লন্ডন বাউন্ডেড একটি বিমান ভারতে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত।’ তিনি বলেন, ‘যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে, তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আসুন, আমরা সবাই তাদের এই দুঃখের সময় পাশে দাঁড়াই এবং আন্তরিক দোয়া করি।’
এর আগে আজ আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে যাত্রার কিছু সময় পরই বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। প্রাথমিকভাবে জানা গেছে, দেশটির বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ওই বিমানে অন্তত ২৪২ যাত্রী ছিলেন। এ ঘটনায় বিমানের বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।