০৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের হাতাহাতি

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / ২৪৩

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দুই গ্রুপের হাতাহাতি প্রকাশ্যে আসায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রোববার (১ জুন) বিকেল ৫টার দিকে উপজেলা পরিষদ গেটের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি গ্রুপ উপজেলা পরিষদের প্রধান ফটকের সড়ক অবরোধ করে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় অপর একটি গ্রুপ এসে তাদের প্রস্তুতি ব্যাহত করে লিখিত বক্তব্যের প্রেস নোট ছিনিয়ে নেয়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হলে হাতাহাতির ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলন আয়োজক দলের এক সদস্য শুভ জানান, আমরা শান্তিপূর্ণভাবে সংবাদ সম্মেলন করতে চাচ্ছিলাম। হঠাৎ করে অপর গ্রুপ এসে আমাদের প্রেস নোট ছিনিয়ে নেয় এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে।

প্রেস কনফারেন্স আয়োজনকারী সমন্বয়ক বর্ষার কাছে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে এখন কোনো কথা বলব না।

প্রেস নোট ছিনিয়ে নেওয়া সমন্বয়ক ও শিক্ষার্থী মো. সাজিদ আলম বলেন, সংবাদ সম্মেলন আমাদের না জানিয়ে আয়োজন করেছে, যেখানে দুইজন সমন্বয়ক ছাড়া বাকি সব বহিরাগত। সকল সমন্বয়কদের বাদ দিয়ে তারা ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত। তাই আমরা প্রতিবাদ জানিয়েছি।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাউফল উপজেলা শাখার অন্যতম সদস্য রুহুল আমিন বলেন, প্রেস কনফারেন্সের বিষয়ে আমাকে অবহিত করা হয়নি। তবে উপজেলা গেটে হাতাহাতির ঘটনার ভিডিও দেখেছি, যেখানে বর্ষাসহ দুইজন সমন্বয়ক ও বহিরাগতরা ছিল। তাদের কাছ থেকে আমাদের কয়েকজন কাগজ ছিনিয়ে নিলে হাতাহাতির ঘটনা ঘটে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান সরকার বলেন, বিষয়টি জেনেছি, দুই গ্রুপের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের হাতাহাতি

আপডেট: ১০:০২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দুই গ্রুপের হাতাহাতি প্রকাশ্যে আসায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রোববার (১ জুন) বিকেল ৫টার দিকে উপজেলা পরিষদ গেটের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি গ্রুপ উপজেলা পরিষদের প্রধান ফটকের সড়ক অবরোধ করে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় অপর একটি গ্রুপ এসে তাদের প্রস্তুতি ব্যাহত করে লিখিত বক্তব্যের প্রেস নোট ছিনিয়ে নেয়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হলে হাতাহাতির ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলন আয়োজক দলের এক সদস্য শুভ জানান, আমরা শান্তিপূর্ণভাবে সংবাদ সম্মেলন করতে চাচ্ছিলাম। হঠাৎ করে অপর গ্রুপ এসে আমাদের প্রেস নোট ছিনিয়ে নেয় এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে।

প্রেস কনফারেন্স আয়োজনকারী সমন্বয়ক বর্ষার কাছে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে এখন কোনো কথা বলব না।

প্রেস নোট ছিনিয়ে নেওয়া সমন্বয়ক ও শিক্ষার্থী মো. সাজিদ আলম বলেন, সংবাদ সম্মেলন আমাদের না জানিয়ে আয়োজন করেছে, যেখানে দুইজন সমন্বয়ক ছাড়া বাকি সব বহিরাগত। সকল সমন্বয়কদের বাদ দিয়ে তারা ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত। তাই আমরা প্রতিবাদ জানিয়েছি।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাউফল উপজেলা শাখার অন্যতম সদস্য রুহুল আমিন বলেন, প্রেস কনফারেন্সের বিষয়ে আমাকে অবহিত করা হয়নি। তবে উপজেলা গেটে হাতাহাতির ঘটনার ভিডিও দেখেছি, যেখানে বর্ষাসহ দুইজন সমন্বয়ক ও বহিরাগতরা ছিল। তাদের কাছ থেকে আমাদের কয়েকজন কাগজ ছিনিয়ে নিলে হাতাহাতির ঘটনা ঘটে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান সরকার বলেন, বিষয়টি জেনেছি, দুই গ্রুপের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।