১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

ফরিদপুরে বিআরডিবি সমবায় সমিতির সভাপতি পদে নবীর হোসেন পুনর্নির্বাচিত

নিউজ ডেস্ক

সনত চক্র বর্ত্তী ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) সমবায় সমিতি লিমিটেডের সভাপতি পদে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিআরডিবি কার্যালয়ে শান্তিপূর্ণভাবে এ ভোটগ্রহণ সম্পন্ন হয়।

উপজেলার নিবন্ধিত কৃষক সমবায় সমিতিগুলোর ১১৮ জন প্রতিনিধি ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে মো. নবীর হোসেন মিয়া সভাপতি পদে ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর কবীর মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩২ ভোট। ফলে ৫৪ ভোটের ব্যবধানে নবীর হোসেন মিয়া টানা তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হন।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যরা হলেন—সহ-সভাপতি: মোশারফ হোসেন সদস্য: মো. আবুল হোসেন সাকেন, আসাদুজ্জামান শেখ, সলেমান শেখ, শফিকুল ইসলাম, মো. তানভীর হোসেন ও মো. সোলাইমান মোল্যা।

নির্বাচন প্রসঙ্গে বোয়ালমারী ইউসিসিএ লিমিটেড নির্বাচন কমিটির সভাপতি ও সমবায় কর্মকর্তা মো. আফজাল হোসেন বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনের মাধ্যমে সভাপতি পদে মো. নবীর হোসেন মিয়া নির্বাচিত হয়েছেন।”

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৮:০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
৩৪

ফরিদপুরে বিআরডিবি সমবায় সমিতির সভাপতি পদে নবীর হোসেন পুনর্নির্বাচিত

আপডেট: ০৮:০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

সনত চক্র বর্ত্তী ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) সমবায় সমিতি লিমিটেডের সভাপতি পদে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিআরডিবি কার্যালয়ে শান্তিপূর্ণভাবে এ ভোটগ্রহণ সম্পন্ন হয়।

উপজেলার নিবন্ধিত কৃষক সমবায় সমিতিগুলোর ১১৮ জন প্রতিনিধি ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে মো. নবীর হোসেন মিয়া সভাপতি পদে ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর কবীর মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩২ ভোট। ফলে ৫৪ ভোটের ব্যবধানে নবীর হোসেন মিয়া টানা তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হন।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যরা হলেন—সহ-সভাপতি: মোশারফ হোসেন সদস্য: মো. আবুল হোসেন সাকেন, আসাদুজ্জামান শেখ, সলেমান শেখ, শফিকুল ইসলাম, মো. তানভীর হোসেন ও মো. সোলাইমান মোল্যা।

নির্বাচন প্রসঙ্গে বোয়ালমারী ইউসিসিএ লিমিটেড নির্বাচন কমিটির সভাপতি ও সমবায় কর্মকর্তা মো. আফজাল হোসেন বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনের মাধ্যমে সভাপতি পদে মো. নবীর হোসেন মিয়া নির্বাচিত হয়েছেন।”