ঢাকা বিমানবন্দর থেকে উপজেলা যুবলীগের সভাপতি আটক
- আপডেট: ০৯:৪০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
- / ৪২৪

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের জেল থেকে ফেরত পাঠানো কোম্পানীগঞ্জ উপজলা যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল(৪৬)কে আটক করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।
শনিবার (১৭ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর থেকে আজম পাশা চৌধুরী রুমেল পলাতক ছিলেন। এরমধ্যে তিনি দুবাই ও মেক্সিকো হয়ে সীমান্ত পথে যুক্তরাষ্ট্র প্রবেশ করেন। সেখানে প্রায় তিনমাস জেলে থাকার পর শনিবার (১৭ মে) তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার বলেন, সকালে ইমিগ্রেশন পুলিশ আজম পাশা চৌধুরী রুমেলকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, খবর পেয়ে আসামি আজম পাশাকে আনার জন্য বিমানবন্দর থানায় পুলিশ পাঠিয়ে নোয়াখালীতে নিয়ে আনা হচ্ছে। তার বিরুদ্ধে শিবির কর্মী হত্যা মামলাসহ কয়েকটি মামলা রয়েছে।





















