ভাসানীর প্রতি এই সরকারও শ্রদ্ধাশীল নয় : মোমিন মেহেদী
প্রেস বিজ্ঞপ্তি : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ভাসানীর প্রতি এই সরকারও শ্রদ্ধাশীল নয়, তার প্রমাণ- ফারাক্কা সমাধানে তাদের কোনো উদ্যেগ নেই।
১৫ মে বিকেলে তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, যখন যে সরকার ক্ষমতায় এসেছে মওলানা ভাসানীকে পাশ কাটিয়ে উন্নয়ন আর ক্ষমতায়নের পথে হেঁটেছে। এতে করে রাজনৈতিক অস্থিরতা যেমন তৈরি হয়েছে, তেমনই বেড়েছে দুর্নীতি। সভায় আরো বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নি আলম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান ও সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, অরবিন্দ দেবনাথ প্রমুখ। বক্তারা এসময় আরো বলেন, আমরা অনতিবিলম্বে ভারতের কাছ থেকে আমাদের পানি হিস্যা আদায়ের জন্য অর্ন্তবর্তী সরকারের কঠোর পদক্ষেপ দেখতে চাই। যদি তারা তা করতে ব্যর্থ হয়, তাহলে যমুনা থেকে শুরু হবে নতুন ফারাক্কা লংমার্চ।