ডিমলায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে ১৪৩২ নববর্ষ উদযাপন পালিত
রুবেল ইসলাম ডিমলা নীলফামারী প্রতিনিধি : ডিমলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন পালিত হয়েছে।
সোমবার (১৪ই এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩২ দিবসটির সূচনা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে মহিষের গাড়ি, পালকি, পহেলা বৈশাখ লেখাসহ একটি বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এছাড়াও বাংলা নববর্ষ ও জাতীয় ঐতিহ্য শীর্ষক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, লোকজ মেলা এবং উপজেলা মাঠে শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা ও কাবাডি খেলাসহ বাঙালির বছরের শুরুতে ঐতিহ্যবাহী খাবার পানতা-ইলিশ ও বিভিন্ন ধরণের ভর্তার আয়োজন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রাসেল মিয়া, ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহী,উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, জনস্বস্থ্য প্রকৌশলী তুহিন বিশ্বাস।