বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিল মেয়ে রিয়া।
নিজস্ব প্রতিবেদকঃ বাড়িতে বাবার লাশ রেখে কেন্দ্রে এসে এস,এস,সি পরীক্ষা দিল রংপুর মিঠাপুকুরের রিমা আক্তার।
সময় ও স্রোত যেমন কারো অপেক্ষায় থাকে না, তেমনি জীবন কারো জন্য থেমে থাকে না। এই সত্যের মুখোমুখি দাঁড়িয়ে অগ্নিপরীক্ষা দিতে হয়েছে রিমাকে। তাইতো দীর্ঘ ১০ বছর সংগ্রাম শেষে পিতার লাশকে বাসায় রেখে পরীক্ষার হলে উপস্থিত হতে হয়েছে তাকে।
গত ১০ এপ্রিল সারা দেশে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। অনেকেই বাবা-মাকে সাথে নিয়ে পরীক্ষা দিতে গেলেও ব্যতিক্রম ছিল রিমার গল্পটা। আজ শুরু হওয়া এসএসসি পরীক্ষায় বাবার লাশ বাড়িতে রেখেই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন রংপুরের মিঠাপুকুর উপজেলার শিক্ষার্থী রিমা। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একদিকে বাবার মরদেহ অপরদিকে এসএসসি পরীক্ষা। কিন্তু জীবনের লক্ষ্য পূরণের স্বপ্নকে সত্যি করতে পিতৃ হারানোর ব্যথা বুকে নিয়েই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ওই এসএসসি পরীক্ষার্থী। কারণ বাবার স্বপ্ন ছিল মেয়ে বড় সরকারি অফিসার হবে।
হ্নদয় বিদারক এই ঘটনা ঘটেছে রংপুরের মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়নের পশ্চিম তিলকপাড়া গ্রামে। এসএসসি পরীক্ষার্থী নাম মোছাঃ রিমা আক্তার। সে উপজেলার তালিমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মানবিক শাখার একজন ছাত্রী। এসএসসি পরীক্ষার প্রথমদিনে শুকুরেরহাট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ২২ নং কক্ষে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।