নীলফামারীতে বাংলাদেশ স্কাউটস’র “স্কাউট দিবস” পালিত
নিজস্ব প্রতিবেদকঃ নীলফামারীতে বাংলাদেশ স্কাউটস’র নীলফামারী জেলার আয়োজনে স্কাউট দিবস পালিত। সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে জেলা স্কাউটস ভবনে সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম’ প্রতিপাদ্যেকে সামনে রেখে বাংলাদেশ স্কাউট দিবস পালিত হয়েছে। দিবসের শুরুতে জাতীয় ও স্কাউটস’র পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। পরে স্কাউটস ভবনে একটি আলোচনা সভায় মিলিত হয়।
জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যের বক্তব্য পেশ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। জেলা কাব লিডার আখতারুজ্জামান শাহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কুমারেশ চন্দ্র গাছি স্বাগত বক্তব্য প্রদান করেন।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন,জেলা স্কাউটস’র সম্পাদক আতাউর রহমান, জেলা স্কাউটস’র সহকারী কমিশনার গোলাম মোস্তফা খোকন, কোষাধ্যক্ষ সৈয়দ গোলাম ফারুক, উপজেলা স্কাউটস’র সম্পাদক মুশিউর রহমান ও উপজেলা কমিশনার বদরুন নাহারসহ জেলা স্কাউটস-এর সদস্য বৃন্দ।