১০:০৭ অপরাহ্ন, সোমবার, ০৭ এপ্রিল ২০২৫

নতুন ফ্যাসিস্ট তৈরি হতে দেবো না : মোমিন মেহেদী

নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : নতুনধারা বাংলাদেশ চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, নতুন ফ্যাসিস্ট হতে দেবো না। এক ফ্যাসিস্ট সরকারকে পালাতে বাধ্য করে নতুন করে কোনো ফ্যাসিস্ট সরকার দেখতে চাই না। যদিও নতুন ফ্যাসিস্টদের দ্বারা আক্রান্ত হচ্ছে দেশ ও সাধারণ মানুষ। ড. ইউনূস সরকারের ক্ষমতাকে কাজে লাগিয়ে থানার ওসি থেকে ফুটপাতের লাইনম্যান পর্যন্ত তাদের দুর্নীতি-চাঁদাবাজী-ফ্যাসিজম প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন নতুন দল, সংগঠন ও দেশবিরোধী প্রতিষ্ঠান গড়ে তুলছে।

৬ এপ্রিল সমাজকর্মী এ্যাড. হালিম বিশ্বাসসহ শতাধিক আগ্রহী ব্যক্তিকে নতুনধারা বাংলাদেশ এনডিবির সদস্য পদ প্রদান উপলক্ষে আয়োজিত এক সিদ্ধান্ত সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি বলেন, নতুন প্রজন্মের প্রকৃত প্রতিনিধিরা রাজনীতির নামে অপরাজনীতি প্রতিহত করতে ১৩ বছর রাজপথে আছে ছাত্র-যুব-জনতাকে সাথে নিয়ে। আগামীতেও সেই ধারা অব্যাহত ও গতিশীল রাখতে সারাদেশে সাংগঠনিক কর্মসূচি একের পর এক কর্মসূচি বাস্তবায়ন করছে।

এসময় উপস্থিত ছিলেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সদস্য আল আমিন বৈরাগী, বিথী হাওলাদার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৫:১১:২৯ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
৩৫

নতুন ফ্যাসিস্ট তৈরি হতে দেবো না : মোমিন মেহেদী

আপডেট: ০৫:১১:২৯ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

নিজস্ব প্রতিবেদক : নতুনধারা বাংলাদেশ চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, নতুন ফ্যাসিস্ট হতে দেবো না। এক ফ্যাসিস্ট সরকারকে পালাতে বাধ্য করে নতুন করে কোনো ফ্যাসিস্ট সরকার দেখতে চাই না। যদিও নতুন ফ্যাসিস্টদের দ্বারা আক্রান্ত হচ্ছে দেশ ও সাধারণ মানুষ। ড. ইউনূস সরকারের ক্ষমতাকে কাজে লাগিয়ে থানার ওসি থেকে ফুটপাতের লাইনম্যান পর্যন্ত তাদের দুর্নীতি-চাঁদাবাজী-ফ্যাসিজম প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন নতুন দল, সংগঠন ও দেশবিরোধী প্রতিষ্ঠান গড়ে তুলছে।

৬ এপ্রিল সমাজকর্মী এ্যাড. হালিম বিশ্বাসসহ শতাধিক আগ্রহী ব্যক্তিকে নতুনধারা বাংলাদেশ এনডিবির সদস্য পদ প্রদান উপলক্ষে আয়োজিত এক সিদ্ধান্ত সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি বলেন, নতুন প্রজন্মের প্রকৃত প্রতিনিধিরা রাজনীতির নামে অপরাজনীতি প্রতিহত করতে ১৩ বছর রাজপথে আছে ছাত্র-যুব-জনতাকে সাথে নিয়ে। আগামীতেও সেই ধারা অব্যাহত ও গতিশীল রাখতে সারাদেশে সাংগঠনিক কর্মসূচি একের পর এক কর্মসূচি বাস্তবায়ন করছে।

এসময় উপস্থিত ছিলেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সদস্য আল আমিন বৈরাগী, বিথী হাওলাদার প্রমুখ।