পৃথিবী শুধু তাকিয়ে দেখলো দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম মানবতাবিরোধী অপরাধ!
সাঈদ ইবনে হানিফ : পৃথিবী শুধু তাকিয়ে দেখলো – দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম মানবতাবিরোধী অপরাধ! তবে আসল কথা কি জানেন, যারা (ইজরায়েলের) এই ঘৃনীত জুলুম নির্যাতন নিপীড়ন অত্যাচার এবং হত্যা যজ্ঞের সরাসরি সমর্থন কারি তারা আবার মানবতার ফেরিওয়ালা সেজে দাপিয়ে বেড়াচ্ছে পৃথিবীর আনাচে কানাচে।
প্রতিদিন তারা খোঁড়া অজুহাত পৃথিবীর কোন না দেশে ঝামেলা, প্যাচাল সৃষ্টি করছে। মোড়ল গিরির নামে মূলত তারা মানুষের মধ্যে বিভেদ, বৈষম্য সৃষ্টি করছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত দুনিয়াতে যত রকম অপ্রীতিকর ঘটনা, অশান্তি, সৃষ্টি হয়েছে তা ওই সকল জাতিগোষ্ঠীর দ্বারাই সংগঠিত হয়েছে। এই জন্যই মহান আল্লাহর পক্ষ থেকে তারা লানত প্রাপ্ত। কথা গুলো বলছিলাম বর্তমান মুসলিম গাঁজা বাসির করুন পরিণতি প্রসঙ্গে। দীর্ঘ বছর ধরে মুসলিম (ফিলিস্তিন) গাঁজা বাসী যেভাবে অত্যাচার, নিপীড়ন, হত্যাকাণ্ড চালানো হয়, তা হয়তো পৃথিবীর আর কোন জাতি গোষ্ঠীর উপর চলে না।
সম্প্রতি গত কয়েকদিন ধরে ওই দূরবীনিত ইজরায়েল বাহিনী ভয়াবহ ধ্বংস যজ্ঞ চালিয়ে যাচ্ছে গাঁজা বাসীর উপর। এতে আহত নিহত হয়েছে হাজার হাজার। ধ্বংস হয়েছে ঘরবাড়ি। হাজার হাজার মানুষ, নারী, শিশু বাস্তূহারা হয়ে অবস্থান করছে খোলা আকাশের নিচে। এরই মধ্যে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে রা|ফা|হ। অল্প সময়ের মধ্যে গাজাও নিঃশব্দে মিলিয়ে যাচ্ছে দুনিয়ার মানচিত্র থেকে।
একটি একটি করে আলো নিভে যাচ্ছে, একটি একটি করে নিঃশ্বাস থেমে যাচ্ছে। তারা এখন বাঁচার আর্তনাদ পাঠালেও — পৃথিবীর মুসলিম দেশ গুলো তা কানে শোনেনি। হয়তো আমরা তাদের কেবল মাত্র জান্নাতে খুঁজে পাবো! কে জানে হয়তো আমারাই ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর উম্মত”