বাঘারপাড়ায় ঈদের দিন ইউনিয়ন জামায়াতের প্রায়াত নেতা কর্মীদের পরিবারের সাথে সাক্ষাত করেছেন স্থানীয় নেতৃবৃন্দ
সাঈদ ইবনে হানিফ : ঈদের জামাত শেষে (প্রায়াত ) জামায়াত নেতা কর্মীদের রুহের মাগফিরাত কামনা ও তাদের পরিবারের খোঁজ খবর নিয়েছেন স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
৩১ মার্চ উপজেলার বাগডাঙ্গা সম্মিলিত ঈদগাঁ ময়দানে ঈদের নামাজ শেষে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এই সিদ্ধান্ত নেয়া হয়। এদিন সকাল ১১টায় সদ্য প্রয়াত বাসুয়াড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি মাওলানা রকিবুল ইসলামের রুহের মাগফিরাত কামনা-আয়াপুর গ্রামের জামায়াতের কর্মী-সোলাইমান হোসেনের কবর জিয়ারত এবং একই সাথে তাদের বাড়িতে গিয়ে পরিবার পরিজনের খোঁজ খবর নেন তারা।
এছাড়া জামায়াত নেতা সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক মশিয়ার রহমান ও শামছুর রহমানের কবর জিয়ারতের পর তাদের পরিবারের সাথে সাক্ষাত করেন।
এসময় অধ্যাপক মোঃ আশরাফ আলী, ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর মাওলানা মোঃ আব্দুল গফুর, ইউপি সদস্য আনিছুর রহমান বিপ্লবসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।