ডিমলায় শহীদ জিয়ার আত্মার মাগফেরাত ও খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া এবং ইফতার মাহফিলের আয়োজন।
রুবেল ইসলাম নীলফামারী ডিমলা প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় ডিমলা উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকাল ৫টায় ইসলামিয়া ডিগ্রী কলেজ মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ডিয়ার। উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি আরিফুল ইসলাম লিটন , আমন্ত্রিত অতিথি ছিলেন, ১০ ইউনিয়নের বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
প্রধান অতিথির ভাষণে মনোয়ার হোসেন বর্তমান দেশের চলমান রাজনৈতিক অবস্থা এবং ডিমলার রাজনৈতিক অবস্থা সম্পর্কে বিএনপি’র ভূমিকা ও করণীয় সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন বক্তব্য প্রদান করেন । আগামীতে বিএনপির সকল নেতাকর্মীকে নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও দেশনেত্রী খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনা করে বিশষ মোনাজাত করা হয়া। শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।