বেনাপোলে শহীদ আব্দুল্লাহর পরিবারে ঈদ উপহার পাঠালেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারকে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও তারেক রহমানের পক্ষ থেকে বেনাপোলের শহীদ আব্দুল্লাহর পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর দেড়টার দিকে যশোরের শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব নূরুজ্জামান লিটন শহীদ আব্দুল্লাহর গ্রামের বাড়ি বড় আঁচড়ায় তার বাবা আব্দুল জব্বার ও মাতা মোসা. মাবিয়া খাতুনের হাতে এ উপহার পৌঁছে দেন।
একই সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরিবারের সদস্যদের তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তাও পৌঁছে দেওয়া হয়।
এ সময় শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডা. মো. নাসিম জামান রিফাত এবং বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, শার্শা উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মোঃ সবুজ হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঈদ উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে শহীদ আব্দুল্লাহর পিতা আব্দুল জব্বার বলেন, আমার সন্তান ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী কলেজে লেখাপড়া করত। আশা ছিল ছেলে লেখাপড়া শেষ করে একটা চাকরি করে আমাদের শেষ বয়সে দেখাশোনা করবে। সে আশা পূরণ হলো না। তার মৃত্যুর পর আমাদের সংসারে উপার্জনক্ষম আর কেউ নেই। বর্তমানে তিন সন্তান নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছি। আমি সরকারের কাছে আর্থিক সহায়তার পাশাপাশি সন্তান হত্যার ন্যায়বিচার চাই।