পলাতক স্বৈরাচার গত ১৫ বছরে দেশের বিভিন্ন সেক্টরে অনিয়মের পাহাড় তৈরি করেছিল-নিতাই রায় চৌধুরী
মাগুরা প্রতিনিধিঃ বিএনপির ভাইস চেয়ারম্যান ত্র্যাড. নিতাই রায় চৌধুরী বলেছেন‘অবৈধ ক্ষমতা আর অবৈধ সুবিধা হারানো পলাতক স্বৈরাচারের দোসররা সরকারকে অস্থিতিশীল করে তুলছে। ষড়যন্ত্রকারীরা দেশে অরাজকতার পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছে।
তিনি বলেন, পলাতক স্বৈরাচার গত ১৫ বছরে দেশের বিভিন্ন সেক্টরে অনিয়মের পাহাড় তৈরি করেছিল। কেড়ে নিয়েছিল জনগণের সকল অধিকার। প্রত্যেকটা সেক্টরে অনিয়ম দুর্নীতি পাহাড় গড়ে দেশটাকে চেটেপুটে খেয়ে পালিয়েছে৷ আপনারা ধর্য্য ধরেন অন্তবর্তীকালিন সরকারের উপদেষ্টা সাহেব কথা দিয়েছেন ডিসেম্বরের মধ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে৷ কেউ ধর্য্য হারা হবেন না৷
তিনি গতকাল মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গনে উপজেলা বিএনপির আয়োজনে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন৷ নিতাই রায় বলেন, স্বৈরাচারের দালালদের বিএনপিতে কোন ঠাই নেই৷ যারা আওয়ামীলীগের সময় সুযোগ সুভিধা নিয়েছে তারাই আবার বিএনপিতে এসে দলটাকে ঘোলাটে পরিবেশ করে তুলছে৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জিহাদ মল্লিক৷
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান চকলেট এর সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রোকনুজ্জামান খান, জেলা বিএনপির সদস্য মোতালেব হোসেন শিকদার, যুব দলের সদস্য সচিব নয়নুজ্জামান নয়ন, ইউপি চেয়ারম্যান হোসাইন শিকদার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়েদ জাহিদুর রহমান, স্বেচ্ছাবেক দল নেতা ফারদিন হাসান সুমন, ছাত্রদল নেতা ফিরোজ হোসেন মৃধা প্রমূখ৷