গণতন্ত্র পুনরুদ্ধারে দ্রুত নির্বাচনের বিকল্প নেই: মফিকুল হাসান তৃপ্তি
নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার উলশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড (পানবুড়ি ও হাড়িখালী) বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৮ ই মার্চ উলশী ইউনিয়নের বড়বাড়িয়া বাজারে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে ওয়ার্ড বিএনপির সভাপতি সাচ্চু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দবির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।
ইফতার পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনায় মফিকুল হাসান তৃপ্তি বলেন, বিএনপি রাজপথের রাজনীতি করে। দীর্ঘ সময় রাজপথে থেকে জনগণের অধিকার আদায়ে সদা সোচ্চার ছিলো এখনো আছে। তিনি আরো বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দ্রুত নির্বাচনের বিকল্প নেই।
আরো বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজউদ্দিন আহমেদ, শার্শা উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, শার্শা উপজেলা বিএনপির সদস্য মোঃ আসাদুজ্জামান মিঠু, শার্শা ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ মিজানুর রহমান মিজান, যশোর জেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন টিপু, শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, যুগ্ম আহবায়ক মোঃ জিয়াউর রহমান জিয়া, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, শার্শা উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক মোঃ বিপ্লব হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।