নীলফামারীতে নাঈম নামে এক মোটরসাইকেল আরোহী পন্য বাহি কন্টেইনারের শাখায় পিষ্ট
নিজস্ব প্রতিবেদকঃ নীলফামারী সৈয়দপুর মহাসড়কে মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লেগে পণ্যবাহী কন্টেইনার গাড়ির চাকায় পিষ্ট হয়ে নাঈম ইসলাম (২২) নামে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (১৬ মার্চ) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে সদরের পল্লী বিদ্যুৎ অফিসের পাশে হরিবল্লভ প্রাইমারি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম ইসলাম নীলফামারী সদর উপজেলার সোনারায় ধনিপাড়ার এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সন্ধ্যায় বাসায় ফেরার পথে প্রথমে একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে পরে পণ্যবাহী কন্টেইনার গাড়ির চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান নাঈম ইসলাম। দুর্ঘটনার তীব্রতায় তার দেহ কয়েক খণ্ড হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ও পুলিশ লাশ উদ্ধার করে।
নীলফামারী সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এম.আর সাঈদ বলেন, ‘মরদেহ থানায় নেয়া হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।