দ্রুত সময়ের ভিতরে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে : মফিকুল হাসান তৃপ্তি
নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শ্রীকোনা গ্রামে অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ড বিএনপি’র সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সাংসদ মফিকুল হাসান তৃপ্তি।
আরো বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আমিনুর রহমান নেদা, যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক আতাউর রহমান আতা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, যুগ্ম-আহবায়ক জিয়াউর রহমান জিয়া, যশোর জেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন টিপু, বেনাপোল পৌর বিএনপি’ নেতা ইসাহক, রফিকুল ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক এস এম আব্দুল হক, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ শরীফুল ইসলাম চয়ন, যুগ্ম-আহ্বায়ক বিপ্লব হোসেন, উপজেলা যুবদল নেতা খন্দকার সাইফুল ইসলাম, সাইফুল, রিয়াল, রনি, শার্শা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা শাহজালাল আগুনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়বার লক্ষে দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে এবং একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল প্রকার দুর্নীতি চাঁদাবাজীর বিরুদ্ধে জিরো টলারেন্স ভূমিকায় অবতীর্ণ হতে হবে এবং একটি স্ব-নির্ভর বাংলাদেশ বিনির্মাণের লক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী নির্বাচনে যে প্রার্থীকে দল আমাদেরকে উপহার দিবেন সে প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।