ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহ সদর উপজেলার ফকিরাকান্দা বয়রা এলাকার বাসিন্দা ফখরুল ইসলাম (৬০) প্রথমে খুন করেন দ্বিতীয় স্ত্রী তানিয়াকে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর উচ্চ আদালত থেকে বের হয়ে প্রথম স্ত্রী শিরিনাজ বেগমকে দা দিয়ে জবাই করে হত্যা করেন।

এবার প্রথম স্ত্রী হত্যা মামলায় স্বামী ফখরুল ইসলামে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ পারভীন এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ ও আদালত সূত্র জানায়, আসামি ফখরুল ২০০১ সালের ১৬ আগস্ট তার দ্বিতীয় স্ত্রী তানিয়াকে হত্যা করেন। এর দায়ে ২০০৩ সালের ১৩ সেপ্টেম্বর তার যাবজ্জীবন সাজা হয়। ওই মামলায় হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়ে ২০১২ সালের ২৬ মার্চ বসতঘরে ঘুমিয়ে থাকা প্রথম স্ত্রী শিরিনাজ বেগমকে দা দিয়ে জবাই করে হত্যা করেন।

আদালতের রায়ে বলা হয়, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অবস্থায় জামিনে মুক্তি পেয়ে আসামি দ্বিতীয়বার একই ধরনের অপরাধ সংঘটিত করেছেন বলে আদালত প্রমাণ পায়। এর পরিপ্রেক্ষিতে আদালত আসামিকে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দিয়েছেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন, পাবলিক প্রসিকিউটর অ্যাড. কবীর উদ্দিন ভূঁইয়া। আসামিপক্ষে রাষ্ট্র কর্তৃক নিয়োজিত ছিলেন অ্যাড. মোকাম্মেল হক শাকিল।