যশোরে তরমুজের বাজারে অভিযান, চার ব্যবসায়ীকে জরিমানা
সাব্বির হোসেন,যশোর: পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে গঠিত বাজার মনিটরিং টিম ৬ মার্চ ২০২৫ তারিখে যশোর শহরের বিভিন্ন এলাকায় তরমুজের পাইকারি ও খুচরা বাজারে অভিযান চালিয়েছে।
অভিযানে দেখা যায়, কাঁঠালপাড়া এলাকার পাইকারি দোকানগুলোতে তরমুজের দাম আকারভেদে ৬৫ টাকা, ৮০ টাকা, ১১০ টাকা ও ১২৫ টাকা নির্ধারিত ছিল। পাইকারি ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ ও যথাযথ মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।
পাইকারি দোকানগুলোর রশিদ যাচাই করে পালবাড়ি এলাকার কিছু খুচরা দোকানে অভিযান চালানো হয়। সেখানে দেখা যায়, পাইকারি মূল্যের তুলনায় খুচরা পর্যায়ে তরমুজ অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। পাইকারি ৬৫ টাকার তরমুজ ১২০-১৩০ টাকায়, ৮০ টাকার তরমুজ ১৬০-১৭০ টাকায়, ১১০ টাকার তরমুজ ২২০-২৫০ টাকায় এবং ১২৫ টাকার তরমুজ ২৫০-৩০০ টাকায় বিক্রি করা হচ্ছিল।
মূল্য তালিকা না থাকা, ক্রয় রশিদ সংরক্ষণ না করা ও অধিক মুনাফা আদায়ের অভিযোগে চার ব্যবসায়ীকে কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(১)(ড) ধারায় মোট ২৩,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তার প্রতিনিধি জনাব কুতুবুদ্দিন, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য শেখ রাশেদ আব্বাস রাজ, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সদস্য মোঃ আব্দুর রকিব সরদার এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ টাস্কফোর্সের শিক্ষার্থী প্রতিনিধি তানজিদ হাসান রিফাত উপস্থিত ছিলেন।
বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।