ঝিকরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল ও সমাবেশ অনুষ্ঠিত
সাব্বির হোসেন, ঝিকরগাছা (যশোর): বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল ৪:২০ মিনিটে ঝিকরগাছা মুসলিম হাইস্কুল (বিএম) প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোবারক হোসেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
অধ্যাপক গোলাম রসূল, জেলা আমির, যশোর।
ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদ, (কনসালটেন্ট, শিশু ও হৃদরোগ বিশেষজ্ঞ), চৌগাছা-ঝিকরগাছা আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী।
অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, জেলা কর্মপরিষদ সদস্য, যশোর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল আলিম, উপজেলা আমির, ঝিকরগাছা।
বক্তারা ইসলামী আদর্শ, রমজানের তাৎপর্য এবং নৈতিক মূল্যবোধের চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ইসলামের শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব।
ইফতার মাহফিল ও আলোচনা সভায় ঝিকরগাছা উপজেলা জামায়াতের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।