নীলফামারীতে মৎস্যজীবী দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদকঃ নীলফামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অঙ্গসংগঠন বাংলাদেশ মৎস্যজীবী দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীপালন করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে মৎস্যজীবী দলের আয়োজনে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক গোলাম মোস্তফা রঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সাধারণ সম্পাদক জহুরুল আলম। জেলা মৎসজীবি দলের সদস্য সচিব মোঃ আজিজুল ইসলামের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি রাহেদুল ইসলাম (দোলন), মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম (সেপু)।
এসময় বক্তারা বলেন, এই বাংলাদেশ শেখ হাসিনার মত আর কোন স্বৈরাচারের দেশ হবে না। এই দেশ আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের দুর্নীতিমুক্ত, গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধের বাংলাদেশ হবে। আগামী নির্বাচনে বিগত দিনের মতো মৎস্যজীবী দল জেলা বিএনপির পাশে থেকে বিএনপিকে জয়ী করে ঘরে ফিরবে বলে জানান বক্তারা।
আলোচনা সভায় জেলা বিএনপির দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সরোয়াদ্দী হোসেন বুলবুল, পৌর মৎস্যজীবী দলের সভাপতি এ্যাড.মুরছালিন রহমান কাকন, সিনিয়র সহ সভাপতি আল মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক শামিম আবির, ডিমলা উপজেলা মৎস্যজীবীদলের সভাপতি গোলজার হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মীর সাইদ আল মেহেদী সহ মৎস্যজীবী দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।