পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সাঃ সম্পাদক মাহমুদুন্নবী চৌধুরী পলাশ এর সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদকঃজনগণের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন রংপুর জেলার বিএনপি সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মাহমুদুন্নবী চৌধুরী পলাশ
শনিবার (১ মার্চ) দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলন আয়োজন করেন।সংবাদ সম্মেলনে মাহমুদুন্নবী চৌধুরী পলাশ অভিযোগ করে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার ছবি সম্বলিত পোস্টার ছাপিয়ে একটি কুচক্রী মহল রাজনৈতিক বিভ্রান্তি ছড়াচ্ছে। বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট দোষীদের আইনের আওতায় আনারও দাবি জানান তিনি। কথিত রয়েছে পরিবর্তনের স্বপ্নে বিভোর পীরগঞ্জ বাঁসীর প্রচারণায় পোস্টারে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ আসনে পীরগঞ্জ পৌর বিএনপি ও উপজেলা বিএনপির নেতাকর্মী ও সমর্থক বৃন্দ আমাকে এমপি হিসেবে দেখতে চায় বলে উল্লেখ করা হয়েছে। আমার ছবি ব্যবহার করা হয়েছে উক্ত পোস্টারের বিষয়টি আমি অবগত হয়ে মর্মাহত হয়েছি। এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সহ বিএনপির অন্যান্য নেতা কর্মীরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।