ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ঝিকরগাছা শাখার কমিটি গঠন
আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছায় ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের দ্বিবার্ষিক সভায় সংগঠনের ঝিকরগাছা উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে। শনিবার (১ মার্চ) বিকাল ৫টায় ঝিকরগাছা উপজেলা মোড়ে অবস্থিত ফুড গোডাউন সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে এই কমিটি গঠন করা হয়।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, যশোর জেলা শাখার প্রশিক্ষক সম্পাদক মুফতি মো: ইমরানুল হকের সভাপতিত্বে এবং মাওলানা মো: ইসরাফিল হোসাইন এর সঞ্চালনায় উক্ত দ্বিবার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে মাওলানা মো: ইসরাফিল হোসাইনকে ঝিকরগাছা উপজেলা কমিটির সভাপতি পদে মনোনীত করা হয়। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি মাওলানা মো: শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কারী আল আমিন সাইফী, যুগ্ম সাধারণ সম্পাদক, কারী ফয়সাল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম এবং অর্থ সম্পাদক কারী মো: মোহর আলী।