দিনের ভোট দিনে চাই রাতে চাই না: জয়নাল আবেদীন ফারুক
নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নাল আবেদীন ফারুক বলেছেন, ‘আমরা দিনের ভোট চাই, রাতের ভোট নয়। মৃত ব্যক্তিদের ভোট কিংবা ভুয়া কেন্দ্রও চাই না।’
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দ্রুত গণতন্ত্রের যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনের রোড ম্যাপ ঘোষণাসহ বিভিন্ন দাবিতে নীলফামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নীলফামারীর কেন্দ্রীয় শহীদ মিনারে নীলফামারী জেলা বিএনপির আয়োজনে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়। জনসমাবেশে নীলফামারী জেলা বিএনপি’র সভাপতি আ.খ. ম আলমগীর সরকারের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, সদস্য বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চীফ হুইপ জয়নাল আবেদীন ফারুক। নীলফামারী জেলা বিএনপি সাধারণ সম্পাদক জহুরুল আলমের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটি (রংপুর বিভাগ) অধ্যক্ষ মোঃ আসাদুল হাবিব দুলু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটি (রংপুর বিভাগ)। এছাড়াও আরো উপস্থিত ছিলেন নীলফামারী জেলা ও পৌরসভার বিএনপির সহ এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ,জেলার সকল থানার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
প্রধান অতিথির ভাষণে জয়নাল আবেদীন ফারুক বলেন, বিএনপি যারা ত্যাগী নেতা, যারা জেল খেটেছে, রাজপথে মিছিল করেছে মিটিং করেছে পুলিশের লাথি গুঁতা খেয়েছে তাদের ভয় নাই, তাদের মন যদি সৎ থাকে, টাকা পয়সার লোক না থাকে, নিজেকে কোন ধরনের খারাপ কাজে না জড়ায় তাহলে আমাদের নেতা অবশ্যই তাকে মূল্যায়ন করবেন।বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের নেতাকর্মীকে নিশ্চিহ্ন করার জন্য এমন কোন অত্যাচার নাই যা তাদের উপর চালায় নাই। তারপরেও বিএনপি’র একটিও নেতা কর্মীকে বিএনপি থেকে নষ্ট করতে পারেনি। অনেক নেতাকর্মী জেল খেটেছে, ঘুম হয়েছে,খুন হয়েছে, জীবন দিয়েছে, তারপরও বিএনপি বাদ দেয়নি। খুনি হাসিনা আজকে পলায় গেছে, তার নেতাকর্মীরাকে খুঁজে পাওয়া যায় না। তিনি আরো বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলেন বলেন, দেশে আইন-শৃঙ্খলার উন্নতি করুন। যেখানে যতটুকু সংস্কার দরকার সেটুকু করে, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। রাষ্ট্রে চলমান ফ্যাসিস্ট সরকারের চক্রান্তের মোকাবিলা করতে না পারলে দেশের অভ্যুত্থান ব্যর্থ হবে।