০৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫

আগুনে সাজেকে ১০০ কোটি টাকারও বেশি ক্ষতি

নিউজ ডেস্ক

ডেস্ক রিপোর্ট : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেক ভয়াবহ আগুনে ধ্বংসস্তূপ নগরীতে পরিণত হয়েছে। এ ঘটনায় ৪৫টি রিসোর্ট, ৪০টি রেস্টুরেন্ট এবং ৬০ টি ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ১০০ কোটি টাকারও বেশি বলে জানান হোটেল- মোটেল মালিক ব্যবসায়ীরা।

স্থানীয়রা বলেন, সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে প্রথমে সাজেক অবকাশ রিসোর্টে আগুনের সূত্র পাত ঘটে পরে মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর খাগড়াছড়ি ও দিঘিনালা থেকে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। এসময় সেনাবাহিনী, বিজিবি, স্থানীয়রাও আগুন নিভাতে সহায়তা করে।

সাজেক ইউনিয়নের সচিব বিশ্বজিৎ চক্রবর্তী জানান, প্রায় চার ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মুক্তাকিম আহমেদ।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১১:২২:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

আগুনে সাজেকে ১০০ কোটি টাকারও বেশি ক্ষতি

আপডেট: ১১:২২:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

ডেস্ক রিপোর্ট : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেক ভয়াবহ আগুনে ধ্বংসস্তূপ নগরীতে পরিণত হয়েছে। এ ঘটনায় ৪৫টি রিসোর্ট, ৪০টি রেস্টুরেন্ট এবং ৬০ টি ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ১০০ কোটি টাকারও বেশি বলে জানান হোটেল- মোটেল মালিক ব্যবসায়ীরা।

স্থানীয়রা বলেন, সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে প্রথমে সাজেক অবকাশ রিসোর্টে আগুনের সূত্র পাত ঘটে পরে মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর খাগড়াছড়ি ও দিঘিনালা থেকে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। এসময় সেনাবাহিনী, বিজিবি, স্থানীয়রাও আগুন নিভাতে সহায়তা করে।

সাজেক ইউনিয়নের সচিব বিশ্বজিৎ চক্রবর্তী জানান, প্রায় চার ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মুক্তাকিম আহমেদ।