যশোর জেলা বিএনপির সভাপতি সাবু ও সাংগঠনিক সম্পাদক পদে রবিউল, মনির ও রবু নির্বাচিত
যশোর অফিস : দীর্ঘ ১৬ বছর পর বিপুল উৎসাহ উদ্দীপনীয় গনতান্ত্রিক পদ্ধতিতে যশোর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু নির্বাচিত হয়েছেন। এছাড়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন মিজানুর রহমান খান। এছাড়া উক্ত পদে মারুফুল ইসলামও পরাজিত হয়েছেন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন রবিউল ইসলাম, মুনীর আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু। এ পদে পরাজিত হয়েছেন কাজী আজম।
উল্লেখ, শনিবার দুপুর ২টা থেকে আলমগীর সিদ্দিকি হলে ভোট গ্রহন শুরু হয়। ৫ টা পর্যন্ত চলে এ নির্বাচন। পরে ভোট গননা শেষে রাত সাড়ে আটটায় টাউন হল মাঠে নির্বাচনী ফলাফল ঘোষনা করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমান উল্লাহ আমান।
এসময় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত , জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়াও এসময় নির্বাচন কমিশনের আহ্বায়ক অ্যাডভোকেট মো. ইসহক, সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান মুকুল, অধ্যক্ষ মকবুল হোসেন, ডা. এস এম রবিউল আলম এবং সাংবাদিক সাইফুল ইসলাম সজল উপস্থিত ছিলেন।
যশোর জেলা বিএনপিরদ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ নির্বাচিত সকল নেতৃবৃন্দকে শার্শা উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন ও পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।