শিরোনাম:
নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা
জান্নাতুল বিশ্বাস, নড়াইলঃ নড়াইল জেলা শাখার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের তিন সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে খন্দকার মঞ্জুরুল সাইদ বাবুকে আহবায়ক এস এম মনিরুজ্জামান সোহাগকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও মো. আরিফুজ্জামান মিলনকে সদস্য সচিব করে কমিটির অনুমোদন দেয়া হয়।
সোমবার (১৭ ফেব্রুয়ারী) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আগামী ১০দিনের মধ্যে পুর্ণাঙ্গ আহবায়ক কমিটি কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।