০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নে দাবিতে জেগে উঠেছে উত্তর অঞ্চলের মানুষ

নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদকঃ তিস্তা নদী আমার মা, শুকিয়ে যেতে দেব না। এই প্রতিপাদ্যকে সামনে রেখে, “জাগো বাহিরে তিস্তা বাছাই “আন্দোলনে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আসাদুল হক যে ডাক দিয়েছেন সেই ডাকে সাড়া দিয়ে বিএনপির অন্যতম কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার হাসান রাজী প্রধানের নেতৃত্বে দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায় হাজার হাজার মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে। তাদের সবাইরে মুখে কই ধনী জাগো বাহিরে তিস্তা বাছাই। তারা বলছে আর ভোটের রাজনীতি নয় অবিলম্বে তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন চাই।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের কাউনিয়ায় তিস্তা রেলসেতু পয়েন্টে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচি উদ্বোধন করেন।এ কর্মসূচি উদ্বোধন কালে হাজার হাজার জনতার সামনে প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, বিগত ১৫ বছরে ভারতের কাছে বাংলাদেশ থেকে অনেক কিছু বেচে দিয়েছে কিন্তু তিস্তার একফোঁটা পানি আনতে পারেনি আওয়ামী লীগ। শুধু তিস্তা নয়, ৫৪টি অভিন্ন নদীর উজানে ভারত বাঁধ দিয়েছে। বাঁধ দিয়ে তারা পানি তুলে নিয়ে যায়, বিদ্যুৎ উৎপাদন করে। তিনি আরো বলেন, আমাদের যখন পানি দরকার, ভারত তখন পানি দেয় না। আবার যখন পানি দরকার হয় না, তখন অতিরিক্ত পানি দিয়ে তিস্তার দুকুল বন্যায় ভাসিয়ে দেয়।আমাদের দেশের মানুষ এখানে ফসল ফলাতে পারে না। জীবন-জীবিকা থেকে বঞ্চিত হয়। জেলেরা মাছ ধরতে পারে না। তিস্তা পাড়ের মানুষকে প্রত্যেকটা মানুষকে আজকে কষ্টের মধ্যে দিনে অতিবাহিত করতে হচ্ছে।

৫ জেলার ১১ টি পয়েন্টে সকাল ৮টায় র‍্যালি দিয়ে আজকের কর্মসূচি শুরু হয়েছে। সারাদিনে চলে বিভিন্ন ধরনের অনুষ্ঠান। গান, নাটক, মন্দিরা ও স্থানীয় বিভিন্ন নেতাদের বক্তব্যের মাধ্যমে চলছে দিনের কর্মসূচি। রাতে সমাপনী অনুষ্ঠানে এলইডির মাধ্যমে ভার্চুয়ালি লন্ডন থেকে সরাসরি যুক্ত হবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ কর্মসূচির মাধ্যমে আগামী দিনে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের ক্ষেত্রে ভারতকে চাপে রাখতে কার্যকরী ও অগ্রণী ভূমিকা রাখবে বলে নেতারা মনে করেন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৭:৫০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
৩৮

তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নে দাবিতে জেগে উঠেছে উত্তর অঞ্চলের মানুষ

আপডেট: ০৭:৫০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ তিস্তা নদী আমার মা, শুকিয়ে যেতে দেব না। এই প্রতিপাদ্যকে সামনে রেখে, “জাগো বাহিরে তিস্তা বাছাই “আন্দোলনে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আসাদুল হক যে ডাক দিয়েছেন সেই ডাকে সাড়া দিয়ে বিএনপির অন্যতম কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার হাসান রাজী প্রধানের নেতৃত্বে দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায় হাজার হাজার মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে। তাদের সবাইরে মুখে কই ধনী জাগো বাহিরে তিস্তা বাছাই। তারা বলছে আর ভোটের রাজনীতি নয় অবিলম্বে তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন চাই।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের কাউনিয়ায় তিস্তা রেলসেতু পয়েন্টে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচি উদ্বোধন করেন।এ কর্মসূচি উদ্বোধন কালে হাজার হাজার জনতার সামনে প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, বিগত ১৫ বছরে ভারতের কাছে বাংলাদেশ থেকে অনেক কিছু বেচে দিয়েছে কিন্তু তিস্তার একফোঁটা পানি আনতে পারেনি আওয়ামী লীগ। শুধু তিস্তা নয়, ৫৪টি অভিন্ন নদীর উজানে ভারত বাঁধ দিয়েছে। বাঁধ দিয়ে তারা পানি তুলে নিয়ে যায়, বিদ্যুৎ উৎপাদন করে। তিনি আরো বলেন, আমাদের যখন পানি দরকার, ভারত তখন পানি দেয় না। আবার যখন পানি দরকার হয় না, তখন অতিরিক্ত পানি দিয়ে তিস্তার দুকুল বন্যায় ভাসিয়ে দেয়।আমাদের দেশের মানুষ এখানে ফসল ফলাতে পারে না। জীবন-জীবিকা থেকে বঞ্চিত হয়। জেলেরা মাছ ধরতে পারে না। তিস্তা পাড়ের মানুষকে প্রত্যেকটা মানুষকে আজকে কষ্টের মধ্যে দিনে অতিবাহিত করতে হচ্ছে।

৫ জেলার ১১ টি পয়েন্টে সকাল ৮টায় র‍্যালি দিয়ে আজকের কর্মসূচি শুরু হয়েছে। সারাদিনে চলে বিভিন্ন ধরনের অনুষ্ঠান। গান, নাটক, মন্দিরা ও স্থানীয় বিভিন্ন নেতাদের বক্তব্যের মাধ্যমে চলছে দিনের কর্মসূচি। রাতে সমাপনী অনুষ্ঠানে এলইডির মাধ্যমে ভার্চুয়ালি লন্ডন থেকে সরাসরি যুক্ত হবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ কর্মসূচির মাধ্যমে আগামী দিনে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের ক্ষেত্রে ভারতকে চাপে রাখতে কার্যকরী ও অগ্রণী ভূমিকা রাখবে বলে নেতারা মনে করেন।