১২:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

বিশ্ব ভালোবাসা দিবসে ফরিদপুরে সিঙ্গেলদের বিক্ষোভ

নিউজ ডেস্ক

সনত চক্র বর্ত্তী, ফরিদপুর প্রতিনিধি : ‘সিঙ্গেল আসছে, ক্যাম্পাস কাঁপছে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভালোবাসা দিবসে ফরিদপুরে ‘সিঙ্গেল সোসাইটি’ নামে একটি সংগঠন বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের হাজী শরীয়াতুল্লাহ ছাত্রবাস থেকে মিছিলটি শুরু হয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সিঙ্গেল সোসাইটির সভাপতি তাজবিউল ইসলাম মিনারের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে ছিলেন, শিক্ষার্থী তোফাইজুর রহমান, সজীব মিয়া, মো. মাইম হোসেন, রাশেদুজ্জামান রাশেদ, আশিকুর রহমান আশিক, আনাদিম মোস্তাক, রবিন, সাগর আহমেদ, সাকিব খান, তন্ময় ফেরদৌস, রবি, আনিসুর রহমান ও লাতিফুল খাবির প্রমুখ।

এ সময় ‘সিঙ্গেল আসছে, ক্যাম্পাস কাঁপছে’ ‘কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না তা হবে না’, ‘রাজেন্দ্র কলেজের মাটি সিঙ্গেলদের ঘাঁটি, ‘প্রেমের নামে ছলচাতুরী চলবে না চলবে না’, ‘চাই চাই আমরা চাই প্রেমের সুষম বণ্টন চাই’, ‘একটা একটা সিঙ্গেল ধর, ধইরা ধইরা ডাবল কর’ এ রকম নানান স্লোগানে মুখরিত ছিল পুরো ক্যাম্পাস।

প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী নয়ন খান জয় বলেন, আজকাল তেমন নিঃস্বার্থভাবে ভালোবাসতে দেখা যায় না। অনেক সম্পর্কগুলো তাই খুব দ্রুত ভেঙ্গে পড়ে ও ঘটে আত্মহত্যার মতো ঘটনা। আমরা এই রকম প্রেম-ভালোবাসার তীব্র নিন্দা জানাই।

এ বিষয়ে সংগঠনের সভাপতি তাজবিউল ইসলাম মিনার বলেন, ‘প্রেম যেন সার্বজনীন হয়। আজকাল প্রেমগুলো শুধুমাত্র লাভ লোকসানের হিসাব নিকাশের ভিত্তিতে হয়ে থাকতে দেখা যায়। ‘বিয়ের আগে অবৈধ প্রেম পরিহার করে বৈধ প্রেমে আসার অনুরোধ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৮:০০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
৬১

বিশ্ব ভালোবাসা দিবসে ফরিদপুরে সিঙ্গেলদের বিক্ষোভ

আপডেট: ০৮:০০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫

সনত চক্র বর্ত্তী, ফরিদপুর প্রতিনিধি : ‘সিঙ্গেল আসছে, ক্যাম্পাস কাঁপছে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভালোবাসা দিবসে ফরিদপুরে ‘সিঙ্গেল সোসাইটি’ নামে একটি সংগঠন বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের হাজী শরীয়াতুল্লাহ ছাত্রবাস থেকে মিছিলটি শুরু হয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সিঙ্গেল সোসাইটির সভাপতি তাজবিউল ইসলাম মিনারের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে ছিলেন, শিক্ষার্থী তোফাইজুর রহমান, সজীব মিয়া, মো. মাইম হোসেন, রাশেদুজ্জামান রাশেদ, আশিকুর রহমান আশিক, আনাদিম মোস্তাক, রবিন, সাগর আহমেদ, সাকিব খান, তন্ময় ফেরদৌস, রবি, আনিসুর রহমান ও লাতিফুল খাবির প্রমুখ।

এ সময় ‘সিঙ্গেল আসছে, ক্যাম্পাস কাঁপছে’ ‘কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না তা হবে না’, ‘রাজেন্দ্র কলেজের মাটি সিঙ্গেলদের ঘাঁটি, ‘প্রেমের নামে ছলচাতুরী চলবে না চলবে না’, ‘চাই চাই আমরা চাই প্রেমের সুষম বণ্টন চাই’, ‘একটা একটা সিঙ্গেল ধর, ধইরা ধইরা ডাবল কর’ এ রকম নানান স্লোগানে মুখরিত ছিল পুরো ক্যাম্পাস।

প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী নয়ন খান জয় বলেন, আজকাল তেমন নিঃস্বার্থভাবে ভালোবাসতে দেখা যায় না। অনেক সম্পর্কগুলো তাই খুব দ্রুত ভেঙ্গে পড়ে ও ঘটে আত্মহত্যার মতো ঘটনা। আমরা এই রকম প্রেম-ভালোবাসার তীব্র নিন্দা জানাই।

এ বিষয়ে সংগঠনের সভাপতি তাজবিউল ইসলাম মিনার বলেন, ‘প্রেম যেন সার্বজনীন হয়। আজকাল প্রেমগুলো শুধুমাত্র লাভ লোকসানের হিসাব নিকাশের ভিত্তিতে হয়ে থাকতে দেখা যায়। ‘বিয়ের আগে অবৈধ প্রেম পরিহার করে বৈধ প্রেমে আসার অনুরোধ করেন তিনি।