১১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলে চার দিনের পবিত্র ওরস শুরু

নিউজ ডেস্ক

আটরশী থেকে নিজস্ব প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশী বিশ্ব জাকের মঞ্জিলে শাহ সুফি খাজাবাবা ফরিদপুরির (কু.ছে.আ) ৪ দিনব্যাপী পবিত্র ওরস শুরু হয়েছে। এ উপলক্ষে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তাঁবু স্থাপন করা হয়েছে। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে সড়ক ও নৌপথে বিভিন্ন যানবাহনে চেপে লাখো আশেকান ও জাকেরানরা সমবেত হচ্ছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ওরস উপলক্ষে দরবার শরিফের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শুক্রবার লক্ষাধিক মানুষের অংশগ্রহণে বিশ্ব জাকের মঞ্জিলে পবিত্র জুমার নামাজ আদায় করা হয়।

বিশ্ব জাকের মঞ্জিলের সমন্বয়কারী শহিদুল ইসলাম শাহিন জানান, শনিবার ফজর নামাজের পর ফাতেহা শরিফ পাঠ ও তরিকতের আমল পালনের মধ্য দিয়ে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হবে। প্রতিদিন ফরজ আমলের পাশাপাশি পবিত্র কুরআন তেলাওয়াত, জিকির আজগার, মোরাকাবা-মোশাহেদা, ওয়াজ নসিহত, ওয়াজ মাহফিল ও সুন্নত এবাদতের পাশাপাশি নফল এবাদত চলবে।

এ উপলক্ষে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তাঁবু স্থাপন করা হয়েছে

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সফলভাবে পবিত্র ওরস আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, “দেশ-বিদেশের বিপুলসংখ্যক ভক্ত-মুরিদান এবারের ওরসে অংশ নেবেন।”

বিশ্ব জাকের মঞ্জিলের কর্মী গ্রুপের ফরিদপুরের প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী জানান, প্রতি বছরের মতো এবারও অসংখ্য আশেকান-জাকেরান ও ধর্মপ্রাণ ব্যক্তিরা বিশ্ব দরবার শরিফে উপস্থিত হচ্ছেন। ওরসে আসা সবার জন্য তবারক, রাত্রিযাপন ও বিভিন্ন যানবাহন পার্কিংয়ের জায়গার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া তাদের নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা।

তিনি বলেন, ‘‘বিশ্ব ওলি হজরত মাওলানা শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (কু. ছে. আ.) কেবলাজান ছাহেবের স্থলাভিষিক্ত পীরজাদা মাহফুজুল হক মুজাদ্দেদী ওরস চলাকালীন চার দিনই আশেকান-জাকেরানদের সঙ্গে সাক্ষাৎ করবেন।’’

তিনি আরও জানান, মঙ্গলবার ফজর নামাজের পর শাহসুফি ফরিদপুরীর (কু. ছে. আ.) রওজা জিয়ারত করা হবে। এরপর বিশ্ব শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে চার দিনের এই ওরস শরীফ।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৬:০৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
৫৮

ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলে চার দিনের পবিত্র ওরস শুরু

আপডেট: ০৬:০৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫

আটরশী থেকে নিজস্ব প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশী বিশ্ব জাকের মঞ্জিলে শাহ সুফি খাজাবাবা ফরিদপুরির (কু.ছে.আ) ৪ দিনব্যাপী পবিত্র ওরস শুরু হয়েছে। এ উপলক্ষে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তাঁবু স্থাপন করা হয়েছে। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে সড়ক ও নৌপথে বিভিন্ন যানবাহনে চেপে লাখো আশেকান ও জাকেরানরা সমবেত হচ্ছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ওরস উপলক্ষে দরবার শরিফের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শুক্রবার লক্ষাধিক মানুষের অংশগ্রহণে বিশ্ব জাকের মঞ্জিলে পবিত্র জুমার নামাজ আদায় করা হয়।

বিশ্ব জাকের মঞ্জিলের সমন্বয়কারী শহিদুল ইসলাম শাহিন জানান, শনিবার ফজর নামাজের পর ফাতেহা শরিফ পাঠ ও তরিকতের আমল পালনের মধ্য দিয়ে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হবে। প্রতিদিন ফরজ আমলের পাশাপাশি পবিত্র কুরআন তেলাওয়াত, জিকির আজগার, মোরাকাবা-মোশাহেদা, ওয়াজ নসিহত, ওয়াজ মাহফিল ও সুন্নত এবাদতের পাশাপাশি নফল এবাদত চলবে।

এ উপলক্ষে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তাঁবু স্থাপন করা হয়েছে

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সফলভাবে পবিত্র ওরস আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, “দেশ-বিদেশের বিপুলসংখ্যক ভক্ত-মুরিদান এবারের ওরসে অংশ নেবেন।”

বিশ্ব জাকের মঞ্জিলের কর্মী গ্রুপের ফরিদপুরের প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী জানান, প্রতি বছরের মতো এবারও অসংখ্য আশেকান-জাকেরান ও ধর্মপ্রাণ ব্যক্তিরা বিশ্ব দরবার শরিফে উপস্থিত হচ্ছেন। ওরসে আসা সবার জন্য তবারক, রাত্রিযাপন ও বিভিন্ন যানবাহন পার্কিংয়ের জায়গার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া তাদের নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা।

তিনি বলেন, ‘‘বিশ্ব ওলি হজরত মাওলানা শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (কু. ছে. আ.) কেবলাজান ছাহেবের স্থলাভিষিক্ত পীরজাদা মাহফুজুল হক মুজাদ্দেদী ওরস চলাকালীন চার দিনই আশেকান-জাকেরানদের সঙ্গে সাক্ষাৎ করবেন।’’

তিনি আরও জানান, মঙ্গলবার ফজর নামাজের পর শাহসুফি ফরিদপুরীর (কু. ছে. আ.) রওজা জিয়ারত করা হবে। এরপর বিশ্ব শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে চার দিনের এই ওরস শরীফ।