রাস্তায় মাটি দেওয়াকে কেন্দ্র করে ঝিকরগাছায় দুপক্ষের সংঘর্ষে ৩জন আহত
আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নে রাস্তায় মাটি দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন।
রবিবার (৯ ফেব্রুয়ারী) দুপুর দেড়টার দিকে আটুলিয়া গ্রামের মফিজুর মেম্বারের বাড়ির সামনে রাস্তার উপর মাটি দেওয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষ ঘটে। বিরোধ বাধে।
ঘটনার বিবরণে জানা যায়, একটি ভাঙা রাস্তা মেরামতের জন্য মাটি কাটাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষ সংঘাতে জড়িয়ে পড়ে। বিরোধের এক পর্যায়ে দেশীয় অস্ত্র, রামদা, হাসুয়া এবং লাঠি সহযোগে দুই পক্ষ একে অন্যের সাথে মারামারিতে লিপ্ত হয়। এতে আটুলিয়া গ্রামের মৃত কওছার আলীর দুই ছেলে আশরাফুল ইসলাম (৩৮) ও মিলন হোসেন(৪০) এবং আব্দুর রহমানের ছেলে আনারুল ইসলাম(৪৫) গুরুতর আহত হন। আহতদেরকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা বিবেচনা করে তাদেরকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান বলেন, মারামারির ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।