১১:০১ অপরাহ্ন, সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫

ডিমলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিছিল ও বিক্ষোভ সমাবেশ

নিউজ ডেস্ক

মোঃ বাদশা প্রমানিক নীলফামারী প্রতিনিধিঃ সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গতকাল রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টার নীলফামারীর ডিমলা শহীদ মিনার চত্বর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিছিল ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।মিছিলটি ডিমলা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা গেটের সামনে সড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে ছাত্র আন্দোলনের উপজেলা শাখার নেতারা বক্তব্য পেশ করেন। তাদের ভাষায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মকান্ড প্রশাসনের নাকের ডগায় চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে প্রশাসন নীরব। গতকাল ডিমলার বিভিন্ন স্থানে ছাত্রলীগ লিফলেট বিতরণ এবং ফরেস্ট মাঠে ছাত্রলীগের গোপন বৈঠকের প্রতিবাদে তাদের এই মিছিল ও বিক্ষোভ সমাবেশ বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

মিছিল ও বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব প্রদান করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডিমলা উপজেলা শাখার নেতা রাশেদ, জাফর হোসেন জাকির, শাকিল প্রধান, আশরাফ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৫:৪৩:০৯ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
১০

ডিমলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিছিল ও বিক্ষোভ সমাবেশ

আপডেট: ০৫:৪৩:০৯ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫

মোঃ বাদশা প্রমানিক নীলফামারী প্রতিনিধিঃ সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গতকাল রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টার নীলফামারীর ডিমলা শহীদ মিনার চত্বর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিছিল ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।মিছিলটি ডিমলা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা গেটের সামনে সড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে ছাত্র আন্দোলনের উপজেলা শাখার নেতারা বক্তব্য পেশ করেন। তাদের ভাষায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মকান্ড প্রশাসনের নাকের ডগায় চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে প্রশাসন নীরব। গতকাল ডিমলার বিভিন্ন স্থানে ছাত্রলীগ লিফলেট বিতরণ এবং ফরেস্ট মাঠে ছাত্রলীগের গোপন বৈঠকের প্রতিবাদে তাদের এই মিছিল ও বিক্ষোভ সমাবেশ বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

মিছিল ও বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব প্রদান করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডিমলা উপজেলা শাখার নেতা রাশেদ, জাফর হোসেন জাকির, শাকিল প্রধান, আশরাফ প্রমুখ।