০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে রাস্তার জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত-৫

নিউজ ডেস্ক

নুরতাজ আলম,চাঁপাইনবাবগঞ্জ।। চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নতুন উনিশবিঘী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৫জন আহত হয়েছে।

শুক্রবার সকাল ৯ টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নতুন উনিশবিঘী গ্রামের মধ্য এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন তামিজ উদ্দিন(৪৩), সাকিম আলী (২৯), লাইলী বেগম (৪৫), সাইফুদ্দিন (৬০), রনি (২৯)।

থানা-পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে গুরুতর আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

আহত রনি হোসেন বলেন, তারা আমাদের উপর হামলা করেছেন এনামুল হক আজিজুল হক সহ ২৫-৩০ জন লোক লাঠিসোটা, দা-বটি দিয়ে আমাদের উপর হামলা করে গুরুতর আহত করে। শিবগঞ্জ থানায় এজাহার দায়ের করেছি। আমরা দোষীদের শাস্তি চাই। অভিযুক্ত এনামুল হোসেন মুঠোফোনে বলেন, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের সাথে তাদের বিরোধ চলছে। সেটা নিয়ে তামিজ উদ্দিনের সাথে মারামারি হয়েছে। কিন্তু আমাদেরও ৩ জন লোক আহত হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৩:২৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
৩৭

চাঁপাইনবাবগঞ্জে রাস্তার জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত-৫

আপডেট: ০৩:২৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

নুরতাজ আলম,চাঁপাইনবাবগঞ্জ।। চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নতুন উনিশবিঘী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৫জন আহত হয়েছে।

শুক্রবার সকাল ৯ টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নতুন উনিশবিঘী গ্রামের মধ্য এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন তামিজ উদ্দিন(৪৩), সাকিম আলী (২৯), লাইলী বেগম (৪৫), সাইফুদ্দিন (৬০), রনি (২৯)।

থানা-পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে গুরুতর আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

আহত রনি হোসেন বলেন, তারা আমাদের উপর হামলা করেছেন এনামুল হক আজিজুল হক সহ ২৫-৩০ জন লোক লাঠিসোটা, দা-বটি দিয়ে আমাদের উপর হামলা করে গুরুতর আহত করে। শিবগঞ্জ থানায় এজাহার দায়ের করেছি। আমরা দোষীদের শাস্তি চাই। অভিযুক্ত এনামুল হোসেন মুঠোফোনে বলেন, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের সাথে তাদের বিরোধ চলছে। সেটা নিয়ে তামিজ উদ্দিনের সাথে মারামারি হয়েছে। কিন্তু আমাদেরও ৩ জন লোক আহত হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।