নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ঢলের পানিতে ভেসে গিয়ে দুই সন্তানসহ মা নিখোঁজের ঘটনা ঘটেছে। তবে নিখোঁজ হওয়া ব্যক্তিদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

সোমবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় শাল্লা সরকারি ডিগ্রি কলেজের ব্রিজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করতে কাজ করছে উপজেলা প্রশাসন।

প্রত্যক্ষদর্শী ডোমরা গ্রামের সুব্রত দাস জানান,সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রঘুনাথপুর গ্রামের দিক থেকে এক মহিলা দুটি বাচ্চা নিয়ে শাল্লা ব্রিজে আসার চেষ্টা করে। ব্রিজের নিচে বাহাড়া রাস্তায় দিয়ে হাওরে পানি প্রবেশ করে। এদিকে স্রোতের বেগ অনেক বেশি। এই মহিলা ৪ বছরের একটি ছেলে ও ৮ বছরের একজন মেয়েকে নিয়ে কোমর পানি ভেঙে ব্রিজে আসার চেষ্টা করে। এ সময় স্রোতের ধাক্কায় তিনজনই দাড়াইন নদীতে তলিয়ে যায়। অনেক চেষ্টা করে তাদের রক্ষা করতে পারলাম না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব জানান, দুই বাচ্চাসহ মা নিখোঁজদের উদ্ধারে উপজেলা প্রশাসন কাজ করছে। নিখোঁজ ব্যক্তিদের পরিচয় পাওয়ার জন্য ইউপি চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে উপজেলার প্রত্যেকটি গ্রামে গ্রামে খবর পাঠানো হয়েছে।