জাতীয় সংবাদ | তারিখঃ জুন ১৬, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 3579 বার
নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে।
শুক্রবার সকাল ১০টা ৪৬ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্প পর্যবেক্ষণাগার ও গবেষণা কেন্দ্রের বরাত দিয়ে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ খান বলেন, শুক্রবার সকাল ১০ টা ৪৬ মিনিট ১৫ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল সিলেটের গোলাপগঞ্জ। ভূকম্পনের মাত্রা ৪ দশমিক ৬। তিনি বলেন, এটি একটি মৃদু (লাইট) ভূমিকম্প। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।