তরিকুল ইসলামের কবর জিয়ারত করলেন শার্শা বিএনপির নেতৃবৃন্দ
- আপডেট: ০৯:৫০:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
- / ১৫৬

যশোর অফিস ॥ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন যশোরের শার্শা উপজেলা বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দ।
শনিবার বাদ জোহর নেতৃবৃন্দ শহরের কারবালা কবরস্থানে গিয়ে তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু, নব নির্বাচিত সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, সহ-সভাপতি রুহুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, মো. সালাহ উদ্দিন, যুগ্ম সম্পাদক অ্যাড. মোস্তফা কামাল মিন্টু, তাজ উদ্দিন, আব্দুল কুদ্দুস আলী বিশ্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মন্টু ও ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ, শ্রমিক নেতা মো: শহদি আলী, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা প্রমুখ।





















