০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

ঝিকরগাছায় পৃথক দূর্ঘটনায় অবৈধ মাটির ট্রাক চাপায় ২ জন নিহত

নিউজ ডেস্ক
আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছায় পৃথক দুটি দূর্ঘটনায় মাটি বহনকারী অনুমোদনহীন অবৈধ ট্রাক চাপায় দুজন নিহত হয়েছেন।
বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টা থেকে সাড়ে ৮ টা এই এক ঘন্টার মধ্যে একই এলাকায় দুজন নিহত হওয়ার ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, সকাল সাড়ে ৭টায় ঝিকরগাছা থানাধীন বাঁকড়া গ্রামের খোরদো বাঁকড়া রোডে ইমান আলী মুন্সীর বাড়ির সামনে রাস্তার উপর ইট ভাটার মাটি বোঝাই ট্রাকের সাথে সাইকেলের সংঘর্ষে সাইকেল চালক সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার পাকুড়িয়া গ্রামের মোলাম সরদারের ছেলে হামিদুল ইসলাম (৬৫) মৃত্যু বরণ করেন। তিনি সাইকেল চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ভাঙারি সংগ্রহ করে জীবীকা নির্বাহ করতেন।
উল্লেখিত সময়ে সাইকেল যোগে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাটি বোঝাই ট্রাক ধাক্কা তাকে দিয়ে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাটি জানা মাত্রই ঘটনাস্থলে আসেন। ট্রাকের ড্রাইভার পালিয়ে যায়।
পৃথক আরেকটি দূর্ঘটনায় সকাল সাড়ে ৮ টায় ঝিকরগাছা থানাধীন বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুলের সামনে ইট ভাটার মাটি বাহী দ্রতগামী ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বসতপুর গ্রামের সুধাংশু রায়ের ছেলে প্রান্ত রায় (২৮) ঘটনা স্থলেই মৃত্যুবরণ করেন। নিহত প্রান্ত যশোর জেলার ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের সোনাকুড় গ্রামে তার নানা হরেন্দ্রনাথ এর বাড়িতে থেকে বাঁকড়া বাজারে স্বর্ণকারের কাজ শিখতেন। এছাড়াও এই ঘটনায় সুষ্মিতা রায়(১৫) নামের একটি মেয়ে আহত হয়েছেন।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান বলেন, নিহতের পরিবারের লোকজন মামলা করতে রাজি না হওয়ায় লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে মাটি বহনকারী অনুমোদন হীন ট্রাক্টর এবং লাইসেন্স বিহীন ড্রাইভারদের বেপরোয়া গতিতে চালানো গাড়িতে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। প্রতিটি গ্রামে এসকল গাড়ি দিনরাত দাপিয়ে বেড়াচ্ছে। অভিযোগ আছে এসকল গাড়ি গুলো স্থানীয় জনপ্রতিনিধি, নেতা ও প্রশাসনকে ম্যানেজ করে চলাচল করে। ফলে এদের কেউ কিছু বলেনা।
অনুমোদন হীন ইট ভাটায় নিয়মিত অবৈধভাবে চাষের জমির মাটি কেটে পরিবেশ বিপর্যয় ঘটালেও পরিবেশ অধিদপ্তরের নির্লিপ্ততায় ক্ষোভ জানিয়েছেন সচেতন এলাকাবাসী। অনতিবিলম্বে এসকল অনুমোদন হীন ভাটা বন্ধেরও দাবি জানান তারা।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০২:০২:০২ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
৪২

ঝিকরগাছায় পৃথক দূর্ঘটনায় অবৈধ মাটির ট্রাক চাপায় ২ জন নিহত

আপডেট: ০২:০২:০২ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছায় পৃথক দুটি দূর্ঘটনায় মাটি বহনকারী অনুমোদনহীন অবৈধ ট্রাক চাপায় দুজন নিহত হয়েছেন।
বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টা থেকে সাড়ে ৮ টা এই এক ঘন্টার মধ্যে একই এলাকায় দুজন নিহত হওয়ার ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, সকাল সাড়ে ৭টায় ঝিকরগাছা থানাধীন বাঁকড়া গ্রামের খোরদো বাঁকড়া রোডে ইমান আলী মুন্সীর বাড়ির সামনে রাস্তার উপর ইট ভাটার মাটি বোঝাই ট্রাকের সাথে সাইকেলের সংঘর্ষে সাইকেল চালক সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার পাকুড়িয়া গ্রামের মোলাম সরদারের ছেলে হামিদুল ইসলাম (৬৫) মৃত্যু বরণ করেন। তিনি সাইকেল চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ভাঙারি সংগ্রহ করে জীবীকা নির্বাহ করতেন।
উল্লেখিত সময়ে সাইকেল যোগে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাটি বোঝাই ট্রাক ধাক্কা তাকে দিয়ে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাটি জানা মাত্রই ঘটনাস্থলে আসেন। ট্রাকের ড্রাইভার পালিয়ে যায়।
পৃথক আরেকটি দূর্ঘটনায় সকাল সাড়ে ৮ টায় ঝিকরগাছা থানাধীন বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুলের সামনে ইট ভাটার মাটি বাহী দ্রতগামী ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বসতপুর গ্রামের সুধাংশু রায়ের ছেলে প্রান্ত রায় (২৮) ঘটনা স্থলেই মৃত্যুবরণ করেন। নিহত প্রান্ত যশোর জেলার ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের সোনাকুড় গ্রামে তার নানা হরেন্দ্রনাথ এর বাড়িতে থেকে বাঁকড়া বাজারে স্বর্ণকারের কাজ শিখতেন। এছাড়াও এই ঘটনায় সুষ্মিতা রায়(১৫) নামের একটি মেয়ে আহত হয়েছেন।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান বলেন, নিহতের পরিবারের লোকজন মামলা করতে রাজি না হওয়ায় লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে মাটি বহনকারী অনুমোদন হীন ট্রাক্টর এবং লাইসেন্স বিহীন ড্রাইভারদের বেপরোয়া গতিতে চালানো গাড়িতে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। প্রতিটি গ্রামে এসকল গাড়ি দিনরাত দাপিয়ে বেড়াচ্ছে। অভিযোগ আছে এসকল গাড়ি গুলো স্থানীয় জনপ্রতিনিধি, নেতা ও প্রশাসনকে ম্যানেজ করে চলাচল করে। ফলে এদের কেউ কিছু বলেনা।
অনুমোদন হীন ইট ভাটায় নিয়মিত অবৈধভাবে চাষের জমির মাটি কেটে পরিবেশ বিপর্যয় ঘটালেও পরিবেশ অধিদপ্তরের নির্লিপ্ততায় ক্ষোভ জানিয়েছেন সচেতন এলাকাবাসী। অনতিবিলম্বে এসকল অনুমোদন হীন ভাটা বন্ধেরও দাবি জানান তারা।