শিরোনাম:
অভিবাসীদের মানসিক স্বাস্থ্য সেবা একটি প্রশংসনীয় উদ্যোগ : অধ্যক্ষ আবুল বাসার
নুরতাজ আলম, চাঁপাইনবাবগঞ্জ: ব্র্যাক মাইগ্রেশনের অভিবাসীদের মানসিক স্বাস্থ্য সেবা একটি প্রশংসনীয় উদ্যোগ বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল বাসার।
মঙ্গলবার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে ব্র্যাক মাইগ্রেশনে প্রোগ্রামের ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অফ বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা ২) প্রকল্পের আওতায় ইউনিয়নে এক ইউনিয়ন কর্মশালার আয়োজন করে। সেখানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ এসব কথা বলেন।
অধ্যক্ষ বলেন, আমাদের সব সময় ভালো থাকার চেষ্টা করতে হয়। কিন্তু দেখা যায় , বিদেশ ফেরতরা সমাজের সঙ্গে মিশতে পারে না। এমন অবস্থায় তাদের সমাজের সঙ্গে আবার মেলাতে ব্র্যাক কাজ করে যাচ্ছে। বিষয়টি প্রশংসনীয়। আমাদেরও দায়িত্ব রয়েছে প্রবাস ফেরতের সমাজের সঙ্গে মিলিয়ে দেওয়ার।
কর্মশালায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের চাঁপাইনবাবগঞ্জ এমআরএসসি সমন্বয়ক আশিকুজ্জামান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। যেখানে তিনি অভিবাসীদের মনোসামাজিক, আর্থিক ও সামাজিক পুনরেকত্রীকরণ বিষয়ে আলোচনা করেন।
ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রায়হান আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নয়ালাভাঙ্গা ইউনিয়ন কাউন্সিল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিরুল ইসলাম, গণমাধ্যমকর্মী প্রভাষক নুরতাজ আলম, পরিষদের সচিব আকবর হোসেন, প্রবাস ফেরত অভিবাসী, অভিবাসী পরিবারের সদস্য, শিক্ষক, ইমাম, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।