শালিখা মাগুরা প্রতিনিধিঃ বিশ্ব পরিবেশ দিবসে মাগুরার শালিখা উপজেলা সহ মাগুরা সদর, শ্রীপুর ও মহম্মদপুর তালগাছ রোপন করেন মাগুরা জেলা প্রশাসক আবু নাসের বেগ।

তিনি ৫ জুন শালিখার জুনারী দক্ষিণ পাড়া মাঠে নিজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি তালগাছ রোপন করে এ কর্মসূচীর উদ্বোধন করেন।এ সময় তিনি বলেন তালগাছ বড় হলে ফল,রস ও ছায়াদেবে।সবচেয়ে বড়কথা বজ্রপাত নিয়ন্ত্রণে এটি বড় ভূমিকা রাখে।কৃষকের জীবন বাচাতে বড় ভামিকা রাখে।এ সময় তার সাথে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা,উপজেলা সহকারী কমিশনার ভূমি উন্মে তহমিনা মিতু,পিআইও মোঃ বাজিবুল ইসলাম,আড়পাড়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ আব্দুল মতিন,ইউপি সদস্য সায়েদ হাসান লিটন প্রমুখ।প্রথম পর্যায়ে শালিখাতে পাঁচ শত তালগাছ রোপন করা হবে।জেলার চার উপজেলাতে রোপন করা হবে মোট ২৫০০ তালগাছ।
স্বপন বিশ্বাস